‘শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে বিচার নিশ্চিত করতে হবে’
১৩ ফেব্রুয়ারি ২০২৫ ২০:৫৭ | আপডেট: ১৩ ফেব্রুয়ারি ২০২৫ ২২:৫৫
নরসিংদী: বিএনপির সহ-স্বেচ্ছাসেবক সম্পাদক আব্দুল কাদির ভূঁইয়া জুয়েল বলেছেন, শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে বিচার নিশ্চিত করতে হবে। খুনি হাসিনা দেশের ছাত্র-জনতার ওপর গুলি চালিয়ে ক্ষমতায় থাকতে চেয়েছিল, জাতিসংঘের নিরপেক্ষ তদন্ত প্রতিবেদনে তা উঠে এসেছে।
বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) বিকেলে নরসিংদীর বেলাব উপজেলার নারায়ণপুর রাবেয়া ডিগ্রি কলেজ মাঠে আয়োজিত কৃষক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
বিএনপি নেতা বলেন, ‘লুটপাটের মাধ্যমে বাংলাদেশকে তলাবিহীন ঝুড়ি বানিয়েছিলো আওয়ামী লীগ। কোথায় আওয়ামী লীগের ১০ টাকার চাল আর বিনামূল্যে সার?’
দেশের সংখ্যাগরিষ্ঠ জনগোষ্ঠীকে সংগঠিত করতে তারেক রহমানের নির্দেশে কেন্দ্রীয় কর্মসূচির অংশহিসেবে সমাবেশের সভাপতিত্ব করেন নারায়ণপুর ইউনিয়ন কৃষক দলের আহ্বায়ক বিল্লাল মিয়া। বিষেশ অতিথি ছিলেন, জেলা কৃষক দলের আহ্বায়ক শফিকুল ইসলাম আপেল, সদস্য সচিব দীপক কুমার বর্মণ প্রিন্স, জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি ভিপি নাছির আহমেদসহ বিএনপি ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
সারাবাংলা/এসআর
আব্দুল কাদির ভূঁইয়া জুয়েল কৃষক দল কৃষক সমাবেশ নরসিংদী বিএনপি বেলাব উপজেলা