জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) ২০২৪–২৫ শিক্ষাবর্ষের বিভিন্ন ইউনিটে ভর্তি পরীক্ষার ফলাফল শিফটভিত্তিক দেওয়া হবে বলে জানিয়েছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মো. রেজাউল করিম।
শুক্রবার (১৪ ফেব্রুয়ারি) সামাজিক বিজ্ঞান অনুষদের (ডি ইউনিট) ভর্তি পরীক্ষার কেন্দ্র পরিদর্শন শেষে সংবাদ সম্মেলনে উপাচার্য এ কথা বলেন।
তিনি আরোও বলেন, ‘যেহেতু এবার আমাদের প্রতিটি ইউনিটে শিফট ভিত্তিক পরীক্ষা হচ্ছে, সে ক্ষেত্রে ফলাফলও প্রতি শিফটে আলাদা করে দেওয়া হবে। ফলাফল প্রতি শিফটে উপস্থিতির সমানুপাতিক হারে আলাদা করে প্রকাশ করা হবে।’
উপাচার্য বলেন, ‘‘আজকে সাড়ে ৯টা থেকে খুবই শান্তিপূর্ণভাবে ‘ডি’ ইউনিটের প্রথম শিফটের পরীক্ষা সম্পন্ন হয়েছে। আশা করছি ৮৫–৯০ শতাংশ উপস্থিতি থাকতে পারে।’’
ফলাফল প্রকাশের সময়ের বিষয়ে তিনি বলেন, ‘আমরা চেষ্টা করব দ্রুততম সময়ে ফলাফল দিয়ে ভর্তির পর ক্লাস শুরু করার। আমরা পরীক্ষার ১৫ দিন বা ২ সপ্তাহের মধ্যেই ফলাফল ঘোষণার চেষ্টা করব।’
উল্লেখ্য, ২০২৪–২৫ শিক্ষাবর্ষের সামাজিক বিজ্ঞান অনুষদের (ডি ইউনিট) ভর্তি পরীক্ষা শুরু হয়েছে। এবার ‘ডি’ ইউনিটে ৫৯০টি আসনের বিপরীতে ভর্তি পরীক্ষা দিচ্ছেন ২৪ হাজার ৯৩৯ জন শিক্ষার্থী। প্রতি আসনের বিপরীতে লড়ছেন ৪২ জন।
আজ জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস ও পোগোজ ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজে (আইইআর) সকাল ৯টা ৩০ মিনিট থেকে প্রথম শিফটের পরীক্ষা শুরু হয়। ‘ডি’ ইউনিটের পরীক্ষা দুই শিফটে নেওয়া হচ্ছে। দ্বিতীয় শিফটের পরীক্ষা বিকেল ৩টা ৩০ থেকে ৪টা ৩০ মিনিট পর্যন্ত অনুষ্ঠিত হবে।