আশুলিয়ায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে নবজাতকসহ দগ্ধ ১১
১৫ ফেব্রুয়ারি ২০২৫ ০৮:৩৮ | আপডেট: ১৫ ফেব্রুয়ারি ২০২৫ ১২:২৬
ঢাকা: ঢাকার আশুলিয়া নরসিংহপুর এলাকায় একটি বাসায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে একই পরিবারের নারী শিশুসহ ১১ জন দগ্ধ হয়েছে।
শুক্রবার (১৪ ফেব্রুয়ারি) রাত সাড়ে ৯টার দিকে আশুলিয়া নরসিংহপুর গোমাইল গ্রামে একটি ভাড়া বাসায় দ্বিতীয় তলায় এই বিস্ফোরণের ঘটনাটি ঘটে। দগ্ধদের জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারী ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে।
ঘটনায় দগ্ধরা হলেন- মমিন হোসেন (৪০), মাহাদী (৯), শামীম (১৫), সোয়াইদ (৪) সুরাইয়া (৩ মাস), শিউলি (৩২), সুর্য বেগম (৪৫), শারমিন (৩৫), সোহেল (৩৮), সুমন (৩২), জহুরা বেগম (৭০)।
প্রতিবেশী মো. আবু ইসহাক জানান, দগ্ধরা সবাই একই পরিবারের। তারা ওই বাসার দুই তলায় ভাড়া থাকেন। ঘটনার সময় তিনি মসজিদে ছিলেন। বিস্ফোরণের খবর পেয়ে দ্রুত বাসায় এসে তাদেরকে দগ্ধ অবস্থায় হাসপাতালে নিয়ে আসেন। তার ধারনা সিলিন্ডার গ্যাসের চুলা আগে থেকেই চালু ছিল ফলে দুই রুমে গ্যাস ছড়িয়ে ছিল। কেউ একজন রান্না করতে গিয়ে আগুন ধরাতেই চারদিকে ছড়িয়ে পরে আগুন।
জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডা. শাওন বিন রহমান বিষয়টি নিশ্চিত করে বলেন, আশুলিয়া থেকে ১১ জন দগ্ধ হয়ে হাসপাতালে এসেছে। এদের মধ্যে শিশুও রয়েছে। দগ্ধদের মধ্যে পাঁচজনের অবস্থা আশঙ্কাজনক।
সারাবাংলা/এসএসআর/এনজে