বন্ধুর ডাকে ঘাড় ঘুরাতেই অটোরিকশার ফাঁক গলে পড়ে যুবক নিহত
১৬ ফেব্রুয়ারি ২০২৫ ২৩:২৩ | আপডেট: ১৭ ফেব্রুয়ারি ২০২৫ ১৫:৫৩
ঢাকা: রাজধানীর পল্লবী এলাকায় বন্ধুর ডাকে ঘাড় ঘুরাতেই অটোরিকশার ফাঁক গলে পড়ে জনি (২৬) নামে এক যুবক নিহত হয়েছেন। তিনি একটি ডেল্টাল হাসপাতালের ল্যাব টেকনিশিয়ান ছিলেন।
রোববার (১৬ ফেব্রুয়ারি) সন্ধ্যা সোয়া ৭টার দিকে কালশীর সাগুফতার বিপরীত পাশের রাস্তায় ঘটনাটি ঘটে। পরে মুমূর্ষু অবস্থায় স্বজনরা তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে চিকিৎসক রাত সাড়ে ৯টার দিকে মৃত ঘোষণা করেন।
ঢাকা মেডিকেলে মৃত জনির ভগ্নিপতি জিহাদ হাসান জানান, তাদের বাড়ি চাঁপাইনবাবগঞ্জ জেলার ভোলারহাট থানার খালেআলেমপুর গ্রামে। বর্তমানে মিরপুর ১০ নম্বর সেকশন এলাকায় থাকতেন। ওই এলাকায় আলোক ডেন্টাল হাসপাতালের ল্যাব টেকনিশিয়ানের কাজ করতেন। সন্ধ্যার দিকে বন্ধুদের সঙ্গে চা পান করছিল। জনি ছিল একটি অটেরিকশায়। এ সময় তার আরেক বন্ধু পেছন থেকে ডাক দেয়। তখন ঘাড় ঘুরানো মাত্রই অটোরিকশার ফাঁকা জায়গা দিয়ে নিচে পড়ে আহত হয়। তখন বন্ধুরা দ্রুত তাকে প্রথমে নিউরোসায়েন্স হাসপাতালে নিয়ে যায়। পরে উন্নত চিকিৎসার জন্য ঢামেক হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘মিরপুর থেকে স্বজনরা মুমূর্ষু অবস্থায় ওই যুবককে হাসপাতালে নিয়ে এলে চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে মৃত ঘোষণা করেন। স্বজনরা জানান, অটোরিকশা থেকে নিচে পড়ে গিয়েছিলেন তিনি। মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে।’
সারাবাংলা/এসএসআর/পিটিএম