বাবাকে খাবার দিয়ে বাড়ি ফেরা হলো না ছোট্ট সাকিমের
১৭ ফেব্রুয়ারি ২০২৫ ১৭:২০
কুষ্টিয়া: জেলার দৌলতপুরে বাবাকে খাবার দিয়ে বাড়ি ফেরার পথে ইটভর্তি ট্রলিচাপায় সাকিম হোসেন (১২) নামে এক শিশু নিহত হয়েছে। সে তারাগুনিয়া সরকারি মডেল প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির শিক্ষার্থী।
সোমবার (১৭ ফেব্রুয়ারি) দুপুরের দিকে কুষ্টিয়া-প্রাগপুর সড়কের মথুরাপুর ইউনিয়নের কৈপাল হিসনাপাড়া মোড়ে এ দুর্ঘটনা ঘটে।
নিহত সাকিম উপজেলার শালিমপুর গ্রামের আকবর মন্ডলের ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, বাবাকে খাবার দিয়ে সাকিম সাইকেল চালিয়ে বাড়ি ফিরছিল। এ সময় বিপরীত দিক থেকে আসা একটি ইটভর্তি ট্রলি তাকে ধাক্কা দেয়। দ্রুত উদ্ধার করে হাসপাতালে নিলে চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষণা করেন।
এ ঘটনার পরপরই জনগণ বিক্ষোভ করে কুষ্টিয়া-প্রাগপুর সড়ক অবরোধ করে রাখে। পরে পুলিশ এসে স্থানীয়দের সহায়তায় পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয়।
দৌলতপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) নাজমুল হুদা জানান, দুর্ঘটনার পর ট্রলিচালক পালিয়ে গেলেও তার এক সহযোগীকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নেওয়া হয়েছে। ঘাতক ট্রলিটিকে আটক করা হয়েছে। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।
সারাবাংলা/এইচআই