Saturday 22 Feb 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘এবারের ইলেকশন ফেয়ার হবে’

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১৭ ফেব্রুয়ারি ২০২৫ ১৯:৩৮ | আপডেট: ১৭ ফেব্রুয়ারি ২০২৫ ২০:১২

স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী প্রধান অতিথী হিসেবে বক্তব্য দেন।

মুন্সীগঞ্জ: স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, এবারের ইলেকশন একেবারে ফেয়ার হবে। কেউ বিশেষ সুবিধা পাবে না।

সোমবার (১৭ ফেব্রুয়ারি) বিকেলে মুন্সীগঞ্জ সিরাজদিখান উপজেলার ইছাপুরা সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপদেষ্টা এ কথা বলেন।

এ সময় তিনি বলেন, ‘আমাদের সমাজ ব্যবস্থায় শিক্ষকদের সম্মান দিতে হবে। আমাদের অনেক রাজনৈতিক নেতা আছেন যারা শিক্ষকদের সম্মান দিতে চান না। তবে শিক্ষকরা যখন নির্বাচনের সময়ে প্রিজাইডিং অফিসার বা সহকারী প্রিজাইডিং অফিসার হিসেবে দায়িত্ব পালন করেন তখন রাজনৈতিক ব্যক্তিরা তাদের পেছনে ছুটেন বিশেষ সুবিধার জন্য। এসব এখন আর কেউ এমন সুবিধা পাবে না।’

শিক্ষকদের উদ্যশ্যে করে তিনি বলেন, ‘শিক্ষার ক্ষেত্রে কোন কম্প্রোমাইজ নয়। তিনি প্রাইভেট পড়ার প্রচলন কমিয়ে আনার বিষয়ে শিক্ষকদের প্রতি তাগিদ দেন। এখন মনে হয় পরীক্ষায় ফেইল করা ডিফিকাল্ট। শিক্ষার এমন সিস্টেম সবই দেখি পাস। এছাড়া জিপিএ’র অভাব নাই।’

এ সময় মুন্সীগঞ্জ পুলিশ সুপার মুহাম্মদ শামসুল আলম সরকার উপস্থিত ছিলেন।

সারাবাংলা/এমপি

নির্বাচন স্বরাষ্ট্র উপদেষ্টা স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মো. জাহাঙ্গীর আলম চৌধুরী

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর