Monday 15 Dec 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

প্রা‌ণের বি‌নিম‌য়ে আমরা নতুন বাংলা‌দেশ পেয়ে‌ছি: সামান্তা সার‌মিন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১৮ ফেব্রুয়ারি ২০২৫ ২০:০৪

জাতীয় নাগ‌রিক ক‌মি‌টির রাই‌জিং আলোচনা সভায় প্রধান অতিথি সামান্তা সার‌মিন। ছবি: সারাবাংলা।

ভোলা: জাতীয় নাগ‌রিক ক‌মি‌টির মূখপাত্র সামান্তা সার‌মির ব‌লে‌ছেন, আমরা শহিদের প্রা‌ণ ও আহত‌দের রক্তদানের বি‌নিম‌য়ে নতুন বাংলা‌দেশ পে‌য়ে‌ছি। তা‌দের কখনই ভুল‌বোনা। শহিদ‌দের প্রাণ যারা কে‌ড়ে নি‌য়ে‌ছে তা‌দেরকে বিচা‌রের আওতায় আন‌তে হ‌বে সে কথা অনেকেই ভু‌লে যা‌চ্ছেন। আমরা তা ম‌নে ক‌রি‌য়ে দি‌চ্ছি।

মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) দুপু‌রে ভোলার বোরহানউদ্দিন পৌরসভা মিলনায়ত‌নে আহত ও শহিদ প‌রিবা‌রের সঙ্গে তরুণ নাগ‌রিকদের সমন্বয়ে গ‌ঠিত জাতীয় নাগ‌রিক ক‌মি‌টির রাই‌জিং আলোচনা সভায় প্রধান অতিথির বক্ত‌ব্যে তি‌নি এসব কথা ব‌লেন।

সামান্তা সর‌মিন ব‌লেন, ‘নির্বাচ‌নের সম‌য়ে প্রার্থীরা বি‌ভিন্ন সমস‌্যা সমাধানের আশ্বাস দি‌য়ে ভোট আদায় ক‌রেন। কিন্তু প‌রে তা‌দের‌কে আর পাওয়া যায়না। তাই আপনারা এমন কাউ‌কে ভোট দি‌বেন না। যা‌দের চেহারা আপনারা বছ‌রে একবারও দে‌খেন না।’

বিজ্ঞাপন

তি‌নি আ‌রও ব‌লেন, ‘সকল ধর‌ণের অন‌্যা‌য়ের বিরু‌দ্ধে নাগ‌রিক ক‌মি‌টি দাঁড়া‌বে। যারা নতুন বাংলা‌দেশ‌কে নষ্ট কর‌তে আস‌বে তারা আমা‌দের লা‌শের ওপর দি‌য়ে যে‌তে হ‌বে।’

এ সময় আ‌রও বক্তব‌্য দেন, জাতীয় নাগ‌রিক ক‌মি‌টির শিল্প ও বা‌ণিজ‌্য সেল সম্পাদক আব্দুল্লাহ আল মামুন ফয়সালসহ জুলাই-আগ‌স্টের শহিদ প‌রিবা‌রের সদস‌্য এবং স্থানীয় নাগ‌রিক ক‌মি‌টির নেতৃ‌বৃন্দ। এছাড়াও বি‌কে‌লে ভোলার চরফ‌্যাশ‌নে নাগ‌রিক ক‌মি‌টির রাই‌জিং আলোচনা সভা প্রধান অতিথির বক্ত‌ব্যে দেন সামান্তা সার‌মিন।

সারাবাংলা/এসআর
বিজ্ঞাপন

ওসমান হাদিকে গুলির ঘটনায় মামলা
১৫ ডিসেম্বর ২০২৫ ০৮:২৯

আরো