Friday 09 May 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

কুয়েটে শিক্ষার্থীদের ওপর হামলার প্রতিবাদে তিতুমীর কলেজে মশাল মিছিল

তিতুমীর কলেজ প্রতিনিধি
১৯ ফেব্রুয়ারি ২০২৫ ০১:৩৩ | আপডেট: ১৯ ফেব্রুয়ারি ২০২৫ ০১:৪০

খুলনা প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে (কুয়েট) শিক্ষার্থীদের ওপর হামলার প্রতিবাদে মশাল মিছিল করেছে সরকারি তিতুমীর কলেজের শিক্ষার্থীরা।

মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে তিতুমীর কলেজের প্রধান ফটক থেকে বিক্ষোভ মিছিল শুরু করেন শিক্ষার্থীরা। মশাল মিছিলটি ক্যাম্পাস প্রদক্ষিণ করে টিবিগেট প্রদক্ষিণ করে পুনরায় কলেজের প্রধান ফটকে এসে শেষ হয়।

এসময় শিক্ষার্থীরা শিক্ষা-সন্ত্রাস একসাথে চলে না, শিক্ষা-বোমাবাজি একসাথে চলে না, শিক্ষা-চাঁদাবাজি একসাথে চলে না, শিক্ষা-সন্ত্রাস একসাথে চলে না, যেই হাত ছাত্র মারে সেই হাত ভেঙে দাওসহ নানান স্লোগান দেন।

মশাল মিছিলে অংশগ্রহণকারী শিক্ষার্থীরা বলেন, আমরা শিক্ষার্থীরা ঐক্যবদ্ধ হয়ে সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াই চালিয়ে যাচ্ছি। আজ কুয়েটে সাধারণ শিক্ষার্থীদের ওপর ছাত্রলীগ-স্টাইলে বেপরোয়াভাবে অস্ত্র নিয়ে একদল সন্ত্রাসী হামলা চালিয়েছে। আমাদের অনেক ভাই এখন হাসপাতালে ভর্তি। আমরা এর তীব্র প্রতিবাদ ও নিন্দা জানাচ্ছি।

তারা আরও বলেন, আমাদের ভাইদের ওপর যে হামলা হয়েছে, তার প্রতিবাদস্বরূপ আমরা কলেজে মশাল মিছিলের মাধ্যমে এর বিরুদ্ধে অবস্থান নিয়েছি। আমারা জানিয়ে দিতে চাই শিক্ষার্থীরা ঘুমিয়ে নেই, আমরা আমাদের প্রত্যেকটি ভাইয়ের জন্য লড়াই চালিয়ে যাব।

সারাবাংলা/এমআর/এসএইচএস

সরকারি তিতুমীর কলেজ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর