Saturday 22 Feb 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

চট্টগ্রামে অটোরিকশাকে বাসের ধাক্কা, ব্যাংক কর্মকর্তা নিহত

স্টাফ করেসপন্ডেন্ট
১৯ ফেব্রুয়ারি ২০২৫ ১৪:১৩ | আপডেট: ১৯ ফেব্রুয়ারি ২০২৫ ১৫:২৪

নিহত ব্যাংক কর্মকর্তা কামরুল ইবনে হাসান।

চট্টগ্রাম ব্যুরো: চট্টগ্রামের হাটহাজারীতে বাসের ধাক্কায় সিএনজিচালিত অটোরিকশায় থাকা এক ব্যাংক কর্মকর্তা নিহত হয়েছেন। এ ঘটনায় অটোরিকশা চালকসহ আরও তিনজন আহত হয়েছেন।

বুধবার (১৯ ফেব্রুয়ারি) সকালে উপজেলা সদরের কেন্দ্রীয় ঈদগাহ এলাকার চট্টগ্রাম-খাগড়াছড়ি সড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহত কামরুল ইবনে হাসান চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার মাইজভান্ডার চাড়ালিয়াহাট এলাকার বাসিন্দা। তিনি ডাচ বাংলা ব্যাংকের ইপিজেড শাখায় কর্মরত ছিলেন।

পুলিশ জানায়, বুধবার সকালে ফটিকছড়ির নাজিরহাট থেকে সিএনজিচালিত অটোরিকশাটি নগরীর অক্সিজেনে আসছিল। ওই অটোরিকশা করে কর্মস্থলের উদ্দেশ্যে নগরীতে আসছিলেন কামরুল। অটোরিকশাতে তিনি ছাড়াও আরও দুই যাত্রী ছিলেন। অটোরিকশাটি হাটহাজারীর কেন্দ্রীয় ঈদগাহ মাঠ এলাকায় আসার পর একটি বাস সেটাকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই কামরুলের মৃত্যু হয়। স্থানীয়রা অটোরিকশাচালকসহ আহত যাত্রীদের উদ্ধার করে হাটহাজারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।

রাউজান হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুজ্জামান হাওলাদার সারাবাংলাকে বলেন, ‘ঘাতক বাস চালক দুর্ঘটনার পর গাড়ি নিয়ে পালিয়েছেন। আমরা গাড়িটিকে শনাক্ত করার চেষ্টা করছি। নিহত ব্যক্তির লাশ তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।’

সারাবাংলা/আইসি/এমপি

নিহত ব্যাংক কর্মকর্তা

বিজ্ঞাপন

২২তম দিনে নতুন বই এলো ১৪৪টি
২২ ফেব্রুয়ারি ২০২৫ ২৩:৪৫

আরো

সম্পর্কিত খবর