Saturday 22 Feb 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

কর্মশালায় বক্তারা
প্রাণবন্ত পুঁজিবাজারের জন্য বন্ড মার্কেটের ভূমিকা অনস্বীকার্য

স্পেশাল করেসপন্ডেন্ট
১৯ ফেব্রুয়ারি ২০২৫ ১৪:৫৯ | আপডেট: ১৯ ফেব্রুয়ারি ২০২৫ ১৮:৪৪

কর্মশালায় বিআইসিএম’র ভারপ্রাপ্ত নির্বাহী প্রেসিডেন্ট নাজমুস সালেহীন, সিএমজেএফ’র সভাপতি গোলাম সামদানী ভুইয়া, সাবেক সভাপতি জিয়াউর রহমান ও সাধারণ সম্পাদক আবু আলী।

ঢাকা: একটি দেশের শক্তিশালী অর্থনীতির জন্য প্রয়োজন প্রাণবন্ত পুঁজিবাজার। আর পুঁজিবাজারকে প্রাণবন্ত করতে বন্ড মার্কেটের ভূমিকা অনস্বীকার্য। ‘সুকুক’ বন্ড সারাবিশ্বে খুবই জনপ্রিয় এবং বাজারের জন্য ইফেক্টিভ প্রোডাক্ট। তবে বিগত সরকার ও নিয়ন্ত্রক সংস্থা অনেক ব্যক্তি ও প্রতিষ্ঠানকে এ সুবিধা দেওয়ায় সুকুকের অপব্যবহার হয়েছে।

বুধবার (১৯ ফেব্রুয়ারি) ‘আন্ডারস্ট্যান্ডিং বন্ড অ্যান্ড সুকুক মার্কেট’ শীর্ষক এক দিনব্যাপী কর্মশালায় বক্তারা এসব কথা বলেন। রাজধানীর তোপখানা রোডস্থ ‘বাংলাদেশ ইনস্টিটিউট অব ক্যাপিটাল মার্কেট’ (বিআইসিএম) মিলনায়তনে (মাল্টিপারপাস হল) যৌথভাবে এ কর্মশালার আয়োজন করে ‘ক্যাপিটাল মার্কেট জার্নালিস্ট ফোরাম’ (সিএমজেএফ) ও বিআইসিএম। কর্মশালায় বক্তব্য রাখেন বিআইসিএম’র ভারপ্রাপ্ত নির্বাহী প্রেসিডেন্ট নাজমুস সালেহীন, সিএমজেএফ’র সভাপতি গোলাম সামদানী ভূঁইয়া, সাবেক সভাপতি জিয়াউর রহমান ও সাধারণ সম্পাদক আবু আলী। সঞ্চালনা করেন বিআইসিএম’র প্রভাষক ফাইমা আক্তার।

বিজ্ঞাপন

নাজমুস সালেহীন বলেন, বিআইসিএম দক্ষ জনশক্তি তৈরীর কাজ করে যাচ্ছে। পুঁজিবাজারের জন্য এই প্রতিষ্ঠানের ভুমিকা অনস্বীকার্য। কিন্তু দুঃখজনক হলো, প্রয়োজন অনুযায়ী আমরা জনশক্তি পাচ্ছি না।

তিনি বলেন, বিআইসিএম-এ ‘অ্যাপ্লাইড ফাইন্যান্স অ্যান্ড ক্যাপিটাল মার্কেট’ নিয়ে মাস্টার্স প্রোগ্রাম রয়েছে। যার সার্টিফিকেট ঢাকা বিশ্ববিদ্যালয় প্রদান করে। এখানেও আমরা শিক্ষার্থী পাচ্ছি না। শিক্ষার্থী পাওয়া নিয়ে আমরা সমস্যায় আছি।

সিএমজেএফ সভাপতি গোলাম সামদানী ভূঁইয়া বলেন, পুঁজিবাজারে উন্নয়নে বন্ডের বিকল্প নেই। কিন্তু এ বন্ড সম্পর্কে জানা এবং বোঝার বিষয়ে কিছুটা ঘাটতি রয়েছে। সেখান থেকেই এ আয়োজন। আশা করি, এ ধরণের প্রশিক্ষণ সেই ঘাটতি পূরণে ভূমিকা রাখবে এবং তা পুঁজিবাজার বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।

বিজ্ঞাপন

জিয়াউর রহমান বলেন, সঠিক সময়ে বন্ডের অপব্যবহার না আটকানো গেলে বিনিয়োগকারীরা এর উপর থেকে আস্থা হারিয়ে ফেলবেন। অন্তর্বর্তীকালীন সরকারকে অনুরোধ করবো, যারা বন্ড এবং সুকুকের অপব্যবহার করেছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে। তবে সুকুক এবং বন্ডে বিনিয়োগকারী সাধারণ বিনিয়োগকারীরা যাতে ক্ষতিগ্রস্ত না হয়, সেদিকে নজর রাখার আহ্বান জানান তিনি ৷

‘ক্যাপিটাল মার্কেট জার্নালিস্ট ফোরাম’ (সিএমজেএফ) ও ‘বাংলাদেশ ইনস্টিটিউট অব ক্যাপিটাল মার্কেট’ (বিআইসিএম) আয়োজিত কর্মশালায় আয়োজকদের সঙ্গে অংশগ্রহণকারীরা

সিএমজেএফ সাধারণ সম্পাদক আবু আলী বলেন, শেয়ারবাজার একটি সংবেদনশীল জায়গা। এ বিটে কর্মরত সংবাদকর্মীরা অর্থনীতি এবং বাণিজ্য বিভাগের বাইরে থেকেও এসেছেন। ফলে সংবেদনশীল জায়গায় দায়িত্বশীল সাংবাদিকতার জন্য সিএমজেএফ সব সময় সচেষ্ট। এরই ধারাবাহিকতায় এ ধরণের প্রশিক্ষণের আয়োজন। আশা করি, এ ধরণের কর্মশালা দেশের শেয়ারবাজার এবং অর্থনীতিতে বড় ভূমিকা রাখবে।

প্রশিক্ষণটি পরিচালনা করেন বিআইসিএম এর সহকারী অধ্যাপক এসএম কালবীন ছালিমা, প্রভাষক ফাইমা আক্তার ও প্রভাষক গৌরব রায়।

সারাবাংলা/জিএস/আরএস

পুঁজিবাজার বন্ড মার্কেট

বিজ্ঞাপন

২২তম দিনে নতুন বই এলো ১৪৪টি
২২ ফেব্রুয়ারি ২০২৫ ২৩:৪৫

আরো

সম্পর্কিত খবর