Friday 21 Feb 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

লা লিগা
রেফারিকে কটূক্তি করে নিষিদ্ধ বেলিংহাম

স্পোর্টস ডেস্ক
১৯ ফেব্রুয়ারি ২০২৫ ১৮:৫০

২ ম্যাচ নিষিদ্ধ হলেন বেলিংহাম

ওসাসুনার বিপক্ষে ম্যাচে রেফারিকে কটূক্তি করার অভিযোগে সরাসরি লাল কার্ড দেখেছেন তিনি। এবার সেই লাল কার্ডের কারণে নিষেধাজ্ঞা নেমে এসেছে রিয়াল মাদ্রিদ মিডফিল্ডার জুড বেলিংহামের ওপর। ওসাসুনার বিপক্ষে পাওয়া লাল কার্ডের পর এবার লা লিগার দুই ম্যাচে নিষেধাজ্ঞা পেলেন বেলিংহাম ।

ওসাসুনার বিপক্ষে লিগের এই সপ্তাহের ম্যাচের ৩৯ মিনিটে ঘটে সেই ঘটনা। রেফারিকে লক্ষ্য করে ‘ফা*ক ইউ’ বলেছেন, এই অভিযোগে সরাসরি লাল কার্ড দেখেছিলেন বেলিংহাম। যদিও এই লাল কার্ড নিয়ে ছিল যথেষ্ট বিতর্ক।

বিজ্ঞাপন

বেলিংহাম ও রিয়াল কোচ আনচেলত্তি দুজনেই ম্যাচের পর জানিয়েছেন, রেফারিকে উদ্দেশ্য করে ওই কটূক্তি করেননি তিনি। নিজেকে উদ্দেশ্য করেই ‘ফা*ক অফ’ বলেছিলেন বেলিংহাম। তাদের এমন অভিযোগের পরেও ধারণা করা হচ্ছিল, রেফারিকে কটূক্তি করায় বড় শাস্তি পেতে যাচ্ছেন এই ইংলিশ ফুটবলার।

শেষ পর্যন্ত সেটাই হয়েছে। লা লিগার পরবর্তী দুই ম্যাচে নিষিদ্ধ হয়েছেন বেলিংহাম। জিরুনা ও রিয়াল বেটিসের বিপক্ষে ম্যাচ মাঠে নামতে পারবেন না বেলিংহাম।

সারাবাংলা/এফএম

জুড বেলিংহাম নিষিদ্ধ রিয়াল মাদ্রিদ লা লিগা

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর