Monday 05 May 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সারাবাংলা ডটনেটে সংবাদ প্রকাশ
খুলনায় কাঠ পুড়িয়ে কয়লা তৈরির ৩০ চুল্লি গুঁড়িয়ে দিল প্রশাসন

ডিস্ট্রিক্ট করেসপনডেন্ট
১৯ ফেব্রুয়ারি ২০২৫ ১৯:১৬ | আপডেট: ১৯ ফেব্রুয়ারি ২০২৫ ২১:৫৮

অভিযানের সময় কাঠ পুড়িয়ে কয়লা তৈরির চুল্লি ভেঙে গুঁড়িয়ে দেওয়া হয়

খুলনা: খুলনার রূপসায় অনুমতি ছাড়া কাঠ পুড়িয়ে কয়লা তৈরির ঘটনায় ৩০টি অবৈধ চুল্লি গুঁড়িয়ে দিয়েছে প্রশাসন। রোববার (১৬ ফেব্রুয়ারি) অনলাইন নিউজ পোর্টাল সারাবাংলা ডটনেটে ‘কাঠ পুড়িয়ে কয়লা, হচ্ছে পরিবেশ বিনাশ’ শিরোনামে একটি সংবাদ প্রকাশিত হয়। এরই জের ধরে এই অভিযান চালানো হয়।

বুধবার (১৯ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলায় ৩ নম্বর নৈহাটি ইউনিয়নের বিভিন্ন এলাকায় এ অভিযান পরিচালিত হয়। অভিযানের নেতৃত্ব দেন খুলনা বিভাগীয় পরিবেশ অধিদফতরের নির্বাহী ম্যাজিস্ট্রেট মমতাজ বেগম।

বিজ্ঞাপন

তিনি জানান, রূপসা উপজেলায় ৩০টি কাঠ পুড়িয়ে কয়লা তৈরির প্রতিষ্ঠানের বিরুদ্ধে অভিযান পরিচালনা করা হয়েছে। এ সময় চুল্লি ভেঙে গুঁড়িয়ে দেওয়া হয়। জব্দকৃত কাঠ ৮ হাজার টাকায় নিলামে বিক্রি করা হয়। পরিবেশ সুরক্ষায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

এ সময় রূপসা উপজেলার সহকারী কমিশনার (ভূমি) অপ্রতিম কুমার চক্রবর্তী, জেলা পরিবেশ অধিদফতরের সহকারি পরিচালক পারভেজ আহম্মেদ ও পরিদর্শক মো. মারূফ বিল্লাহ উপস্থিত ছিলেন।

সারাবাংলা/এসডব্লিউ

অবৈধ চুল্লি ধ্বংস কাঠ পুড়িয়ে কয়লা তৈরি খুলনা পরিবেশ অধিদফতর

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর