২১ ফেব্রুয়ারি যেসব সড়ক এড়িয়ে চলার নির্দেশনা ডিএমপির
১৯ ফেব্রুয়ারি ২০২৫ ১৯:২৭ | আপডেট: ১৯ ফেব্রুয়ারি ২০২৫ ২১:৫৮
ঢাকা: আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ও শহিদ দিবস উপলক্ষে রাজধানীতে শুক্রবার (২১ ফেব্রুয়ারি) যান চলাচলে নির্দেশনা দিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।
বুধবার (১৯ ফেব্রুয়ারি) ডিএমপির উপ-পুলিশ কমিশনার (মিডিয়া ও পাবলিক রিলেশনস) মুহাম্মদ তালেবুর রহমান এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছেন।
বিজ্ঞপ্তিতে বলা হয়, পলাশী ক্রসিং থেকে ভাস্কর্য ক্রসিং ও জগন্নাথ হল ক্রসিং হয়ে কেন্দ্রীয় শহিদ মিনারে যেতে হবে। বের হতে হবে রমনা ক্রসিং হয়ে দোয়েল চত্বর দিয়ে। শহিদ মিনার এলাকায় যানজট ও শৃঙ্খলা বজায় রাখতে শাহবাগ ক্রসিং, নীলক্ষেত ক্রসিং, শহীদুল্লাহ হল ক্রসিং, চানখারপুল ক্রসিং, পলাশী ক্রসিং ও বকশীবাজার ক্রসিংয়ে যান চলাচল নিয়ন্ত্রণ (ডাইভারশন) থাকবে।
ডিএমপির পক্ষ থেকে শ্রদ্ধা নিবেদনের রুট ও ডাইভারশন পয়েন্টগুলো স্ক্রল আকারে প্রচারের জন্য গণমাধ্যমকে বিশেষভাবে অনুরোধ করা হয়েছে। এছাড়া সবাইকে নির্ধারিত রুট অনুসরণের মাধ্যমে শৃঙ্খলা বজায় রাখার আহ্বান জানানো হয়।
সারাবাংলা/এমএইচ/এসডব্লিউ