Friday 21 Feb 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘কিছু মানুষের দুর্বৃত্তপনার কারণে এয়ার টিকিটের দাম বেড়েছে’

স্পেশাল করেসপন্ডেন্ট
১৯ ফেব্রুয়ারি ২০২৫ ১৯:৩৮

এয়ার টিকিটের দাম বৃদ্ধির কারণ অনুসন্ধানে বৈঠকের আগ মুহূর্তে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে কথা বলছেন সিনিয়র সচিব। ছবি: সারাবাংলা

ঢাকা: স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ড. নাসিমুল গণি বলেছেন, দেশের অ্যাভিয়েশন খাতে অনেকরকম সমস্যা রয়েছে। এর মধ্যে এয়ার টিকিটের অস্বাভাবিক দামবৃদ্ধি ও কালোবাজারে কিছু মানুষের দুর্বৃত্তপনা রয়েছে। আর সেটা আমরা অনুসন্ধান করব।

বুধবার (১৯ ফেব্রুয়ারি) বিকেলে সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সভাকক্ষে এয়ার টিকিটের অস্বাভাবিক মূল্যবৃদ্ধি ও কালোবাজারিদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে তদন্ত কমিটির শুনানির আগে তিনি এসব কথা বলেন।

বিজ্ঞাপন

সিনিয়র সচিব বলেন, ‘আমাদের (এভিয়েশন সেক্টরে) অনেকরকম সমস্যা রয়েছে। শুধু সমস্যাটা একতরফা যে, তাদের (জেনারেল সেলস এজেন্ট) সেটা নয়। বিভিন্ন সমস্যা আছে। আমরা আজ একটা বিষয় নিয়ে অনুসন্ধান করার চেষ্টা করছি। আমাদের দেশ থেকে যারা মধ্য প্রাচ্যে যায়, তাদের টিকিটের দাম অনেক বেশি পড়ে যায়। এই পুরো প্রক্রিয়ায় আমাদের কিছু নিয়ম আছে, বিধি আছে। এর কিছু প্রতিপালন হচ্ছে, আর কিছু হচ্ছে না। কিছু ক্ষেত্রে কিছু মানুষের দুর্বৃত্তপনা রয়েছে। এই জিনিসটা অনুসন্ধান করতে আমরা বসেছি।’

তিনি বলেন, ‘বাংলাদেশে যেসব এয়ারলাইন্স চলে তাদের যেসব প্রতিনিধি রয়েছে (জেনারেল সেলস এজেন্ট) তাদের নিয়ে বসেছি। তাদের সঙ্গে আলোচনা করে কীভাবে কী করা যায় সেসব বিষয় সিদ্ধান্ত হবে। আমরা আসলে তাদের সবার কথা শুনতে চাচ্ছি। বিষয়টি বুঝতে চাচ্ছি, যাতে অন্যান্য দেশের মতো টিকিট প্রাইসিং সমপর্যায়ে আনতে পারি। আমাদের অনেকরকম সমস্যা রয়েছে।’

তিনি বলেন, ‘আমরা এয়ার টিকিটের ভাড়া নির্ধারণ করতে যাচ্ছি না। শুধু তদন্ত করছি। প্রধান উপদেষ্টার দফতর থেকে এ দায়িত্ব দেওয়া হয়েছে।’

বিজ্ঞাপন

সারাবাংলা/জেআর/পিটিএম

এয়ার টিকিট টপ নিউজ দাম

বিজ্ঞাপন

শহিদ মিনারে আইএসপিএবি’র শ্রদ্ধা
২১ ফেব্রুয়ারি ২০২৫ ১৫:৪৮

অপারেশন ডেভিল হান্ট: সুনামগঞ্জে আটক ৫
২১ ফেব্রুয়ারি ২০২৫ ১৫:৪০

অপারেশন ডেভিল হান্ট: নোয়াখালীতে আটক ৪
২১ ফেব্রুয়ারি ২০২৫ ১৫:৩০

আরো

সম্পর্কিত খবর