Friday 21 Feb 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

মেলার ১৯তম দিনে নতুন বই এসেছে ৭০টি

সারাবাংলা ডেস্ক
১৯ ফেব্রুয়ারি ২০২৫ ২১:২৩

অমর একুশে বইমেলা ২০২৫। ছবি: সারাবাংলা

ঢাকা: আজ ১৯ ফেব্রুয়ারি (বুধবার) অমর একুশে বইমেলার ১৯তম দিন। এদিন মেলায় নতুন বই এসেছে ৭০টি। এর মধ্যে গল্পের বই সাতটি, উপন্যাস ছয়টি, প্রবন্ধ চারটি, কবিতা ২৭টি, গবেষণা একটি, ছড়া তিনটি, শিশুসাহিত্য ছয়টি, জীবনী তিনটি, ভ্রমণ একটি, ইতিহাস একটি, গণঅভ্যুত্থান দু’টি, অনুবাদ দু’টি, অভিধান একটি ও সায়েন্স ফিকশন একটিসহ অন্যান্য বই রয়েছে দু’টি।

বাংলা একাডেমির জনসংযোগ উপবিভাগ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞাপন

সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, এদিন বিকেল ৪টায় বইমেলার মূলমঞ্চে অনুষ্ঠিত হয় ‘শিশুসাহিত্যের মহীরুহ রোকনুজ্জামান খান দাদাভাই’ শীর্ষক আলোচনা অনুষ্ঠান। প্রবন্ধ উপস্থাপন করেন জুলফিকার শাহাদাৎ। আলোচনায় অংশ নেন শাহাবুদ্দীন নাগরী। সভাপতিত্ব করেন সৈয়দ মোহাম্মদ শাহেদ।

লেখক বলছি অনুষ্ঠানে নিজেদের নতুন বই নিয়ে আলোচনা করেন- মাহমুদউল্লাহ, কাজল রশীদ শাহীন এবং তুহিন খান। সাংস্কৃতিক অনুষ্ঠানে কবিতা পাঠ করেন কবি মজিদ মাহমুদ, কবি কামরুজ্জামান এবং কবি শফিকুল ইসলাম।

এদিন ছিল সৈয়দা শামছি আরা সায়েকা’র পরিচালনায় সাংস্কৃতিক সংগঠন ‘নবরস’ এবং জহির আলীমের পরিচালনায় সাংস্কৃতিক সংগঠন ‘আবদুল আলীম ফাউন্ডেশন’—এর পরিবেশনা। সংগীত পরিবেশন করেন শিল্পী সিনথিয়া, জেরিন তাবাসসুম হক, কোহিনুর আক্তার গোলাপী, মো. রবিউল হক, অর্পণা মজুমদার, নাদিয়া আরেফিন শাওন, সালাম শামীম, রহিমা খাতুন, পূরবী দেবী এবং রীতা ভাঁদুরী। যন্ত্রাণুষঙ্গে ছিলেন তুলসী সাহা (তবলা), মো. শফিউজ্জামান (কি—বোর্ড), মো. আতিকুল ইসলাম (বাঁশি) এবং দীপঙ্কর রায় (অক্টোপ্যাড)।

বিজ্ঞাপন

আগামীকাল অমর একুশে বইমেলার ২০তম দিন। এদিন বিকেল ৪টায় বইমেলার মূলমঞ্চে অনুষ্ঠিত হবে ‘জন্মশতবর্ষ: রশীদ করীম’ শীর্ষক আলোচনা অনুষ্ঠান। প্রবন্ধ উপস্থাপন করবেন হামীম কামরুল হক। আলোচনায় অংশ নেবেন অনিরুদ্ধ কাহালি এবং সাখাওয়াত টিপু। সভাপতিত্ব করবেন সুব্রত বড়ুয়া।

সারাবাংলা/পিটিএম

নতুন বই বইমেলা ২০২৫

বিজ্ঞাপন

একুশের চেতনায় প্রাণোচ্ছল বইমেলা
২১ ফেব্রুয়ারি ২০২৫ ১৬:২৮

শহিদ মিনারে আইএসপিএবি’র শ্রদ্ধা
২১ ফেব্রুয়ারি ২০২৫ ১৫:৪৮

অপারেশন ডেভিল হান্ট: সুনামগঞ্জে আটক ৫
২১ ফেব্রুয়ারি ২০২৫ ১৫:৪০

আরো

সম্পর্কিত খবর