Friday 21 Feb 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ভোটার হালনাগাদে বাদ পড়ল ১৬ লাখ মৃত ভোটার

স্টাফ করেসপন্ডেন্ট
১৯ ফেব্রুয়ারি ২০২৫ ২১:৫৭ | আপডেট: ১৯ ফেব্রুয়ারি ২০২৫ ২৩:৪০

নির্বাচন কমিশন। ছবি: সারাবাংলা

ঢাকা: ১৬ লাখেরও বেশি মৃত ভোটারের নাম বাদ দেওয়া হয়েছে চলমান হালনাগাদ কার্যক্রমে। সেইসঙ্গে এ তালিকায় নতুন করে সাড়ে ৫৩ লাখ নাগরিকের তথ্য যোগ করা হবে।

বুধবার (১৯ ফেব্রুয়ারি) নির্বাচন কমিশনের (ইসি) তৈরি করা প্রতিবেদন থেকে বিষয়টি জানা গেছে।

জাতীয় পরিচয় নিবন্ধন (এনআইডি) অনুবিভাগের পরিচালক মো. আব্দুল মমিন সরকারের সই করা প্রতিবেদনে বলা হয়েছে, এ পর্যন্ত মোট ৫৩ লাখ ৫৫ হাজার ৩৩৮ জনের তথ্য সংগ্রহ করা হয়েছে। এদের মধ্যে ছবি তুলে ও আঙুলের ছাপ দিয়ে নিবন্ধন সম্পন্ন করেছেন ১৪ লাখ ৪১ হাজার ২২০ জন। এ ছাড়া মারা যাওয়ায় ১৬ লাখ ২৭ হাজার ৬৮৬ জনকে ভোটার তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে।

ইসির এ নিবন্ধন কার্যক্রম চলবে আগামী ১১ এপ্রিল পর্যন্ত। এই সময়ে মধ্যে যারা বাদ পড়েছেন তারা অনলাইনে তথ্য পূরণ করে নিবন্ধন কেন্দ্রে গিয়ে ভোটার হতে পারবেন।

এর আগে গত ৫ থেকে ৩ ফেব্রুয়ারি পর্যন্ত বাড়ি বাড়ি গিয়ে তথ্য সংগ্রহ করে নির্বাচন কমিশন। ২০০৭-২০০৮ সালে ছবিযুক্ত ভোটার তালিকা প্রণয়নের পর এর থেকে ভোটার তালিকা হালনাগাদ করা হয়েছে ছয় বার।

সারাবাংলা/এনএল/পিটিএম

টপ নিউজ বাদ ভোটার হালনাগাদ মৃত ভোটার

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর