Friday 21 Feb 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘রাতের ভোট করা ডিসিদের বাধ্যতামূলক অবসরে পাঠানো হবে’

স্পেশাল করেসপন্ডেন্ট
১৯ ফেব্রুয়ারি ২০২৫ ২২:২৪ | আপডেট: ১৯ ফেব্রুয়ারি ২০২৫ ২৩:৩৯

যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। ফাইল ছবি

ঢাকা: রাতের ভোট করা সব ডিসিদের বাধ্যতামূলক অবসরে পাঠানো হবে বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।

বুধবার (১৯ ফেব্রুয়ারি) রাত ৯টার দিকে তার ফেরিফায়েড ফেসবুক পোস্টে ‘যাদের মদতে ফ্যাসিবাদের বিকাশ, তাদের বিনাশ অনিবার্য’- এই কথা লিখে একটি ফটোকার্ড পোস্ট করেছেন।

ফটোকার্ডে লেখা আছে, ‘২০১৮ সালের নির্বাচনে রাতের ভোট করা সকল ডিসিদের ওএসডি/বাধ্যতামূলক অবসরে পাঠানো হবে। ইতিমধ্যে ওএসডি হয়েছে ৩৩ জন।’

উল্লেখ্য, জনপ্রশাসন মন্ত্রণালয়ের পৃথক ছয়টি প্রজ্ঞাপনে এই ৩৩ যুগ্ম সচিবকে ওএসডি করার কথা জানানো হয়েছে। এই কর্মকর্তারা ২০১৮ সালের জাতীয় নির্বাচনে জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করেছিলেন।

সারাবাংলা/জিএস/পিটিএম

আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া ডিসি ফেসবুক পোস্ট বাধ্যতামূলক অবসর

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর