Saturday 22 Feb 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

নির্বাচনি দক্ষতা বাড়াতে ও অপপ্রচার রোধে ইসির পাশে মার্কিন প্রতিষ্ঠান

স্টাফ করেসপন্ডেন্ট
১৯ ফেব্রুয়ারি ২০২৫ ২২:১৮ | আপডেট: ১৯ ফেব্রুয়ারি ২০২৫ ২৩:৩৯

নির্বাচন কমিশন ভবন। সারাবাংলা ফাইল ছবি

ঢাকা: নির্বাচনের সময় অপপ্রচার রোধে এবং দক্ষতা বাড়াতে প্রশিক্ষণ নেবে নির্বাচন কমিশন (ইসি)। মার্কিন যুক্তরাষ্ট্র ভিত্তিক প্রতিষ্ঠান ‘দি ইন্টারন্যাশনাল ফাউন্ডেশন ফর ইলেকটোরাল সিস্টেম’ (আইএফইএস) ইসি কর্মকর্তাদের দুইদিনের প্রশিক্ষণ দেবে।

বুধবার (১৯ ফেব্রুয়ারি) ইসির জনসংযোগ পরিচালক মো. শরিফুল আলমের সই করা এক অফিস আদেশ থেকে বিষয়টি জানা গেছে।

অফিস আদশে বলা হয়েছে, নির্বাচনী প্রশিক্ষণ ইনস্টিটিউটে, আইএফইএস আয়োজিত দুদিনব্যাপী ‘স্ট্র্যাটেজিক কমিউনিকেশন ট্রেনিং’ অনুষ্ঠিত হবে আগামী ২২ ও ২৩ ফেব্রুয়ারি। নির্বাচন কমিশনার বেগম তাহমিদা আহমদ এ কর্মসূচি উদ্বোধন করবেন।

অফিস আদশে আরও বলা হয়েছে, দু’দিনের প্রশিক্ষণ কর্মসূচিতে ইসির প্রতি আস্থাহীনতা, নির্বাচনে প্রাতিষ্ঠানিক গ্রহণযোগ্যতা, অপ্রচার, ভুল তথ্য প্রচার, ভোটার নিবন্ধনে যোগাযোগ ঘাটতি, দক্ষতা বৃদ্ধি ও ঘাটতি পূরণে বৈশ্বিক প্রেক্ষাপট, সামাজিক যোগাযোগমাধ্যমে নির্বাচন কমিশনের (ইসি) গ্রহণযোগ্য উপস্থিতি, অনলাইনে ভুল তথ্য চিহ্নিতকরণ ও ভোটারদের জন্য উৎসাহমূলক কনটেন্ট প্রচার, যোগাযোগের স্বচ্ছতা আনা প্রভৃতি বিষয়ের ওপর গুরুত্ব দেওয়া হবে।

ইসির এক কর্মকর্তা সারাবাংলাকে বলেন, ‘দেখা গেছে নির্বাচনের আগে নানা ধরনের অপপ্রচার ও ভুল তথ্য প্রচার করা হয়। এতে নির্বাচন কমিশনের আস্থার সংকট বাড়ে। তাই সহজে বিষয়গুলোকে মোকাবিলা করার জন্য এই প্রশিক্ষণের আয়োজন করা হয়েছে।’

উল্লেখ্য, আগামী ডিসেম্বরকে সামনে রেখে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে নির্বাচন কমিশন।

সারাবাংলা/এনএল/এইচআই

দি ইন্টারন্যাশনাল ফাউন্ডেশন ফর ইলেকটোরাল সিস্টেম নির্বাচন কমিশন

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর