আশুলিয়ায় সিলিন্ডার বিস্ফোরণের দগ্ধ আরও ১ জনের মৃত্যু
১৯ ফেব্রুয়ারি ২০২৫ ২৩:৪৬ | আপডেট: ১৯ ফেব্রুয়ারি ২০২৫ ২৩:৪৮
ঢাকা: আশুলিয়া গোমাইল এলাকায় গ্যাস সিলিন্ডার থেকে বিস্ফোরণে একই পরিবারের ১১ জন দগ্ধের ঘটনায় চিকিৎসাধীন শারমিন আক্তার (৩২) নামে আরও একজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে ঘটনাটিতে মারা গেলেন তিন জন।
বুধবার (১৯ ফেব্রুয়ারি) সন্ধ্যায় জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় মারা যান শারমিন। তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন বার্ন ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডা. শাওন বিন রহমান।
তিনি জানান, শারমিনের শরীরের ৪২ শতাংশ পুড়ে গিয়েছিল। তার শ্বাসনালীও পুড়ে যায়। আইসিইউতে ভর্তি ছিলেন তিনি। সেখানেই মারা গেছেন।
এর আগে, শারমিনের স্বামী সুমন রহমান (৩৫) ও ননদ শিউলী আক্তার (৩২) মারা গেছেন।
গত শুক্রবার (১৪ ফেব্রুয়ারি) রাত সাড়ে ৯টার দিকে আশুলিয়া গোমাইল গ্রামে একটি ভাড়া বাসায় দ্বিতীয় তলায় এই বিস্ফোরণের ঘটনা ঘটে। ওই রাতেই দগ্ধদের জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়।
দগ্ধরা হলেন- সূর্য বেগম (৫০), তার ছেলে সোহেল (৩৮), সুমন রহমান (৩৫) ও মেয়ে শিউলী আক্তার (৩২)। আর সুমনের স্ত্রী শারমিন আক্তার (৩২), ছেলে সোয়াইদ (৪) ও মেয়ে সুরাইয়া (৩ মাস)। শিউলীর স্বামী মনির হোসেন (৪০), দুই ছেলে ছামির মাহমুদ ছাকিন (১৫) ও মাহাদী (৭)। সুমনের ফুফু জহুরা বেগম (৭০)।
সারাবাংলা/এসএসআর/পিটিএম