Friday 21 Feb 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

অপারেশন ডেভিল হান্টে পাবনায় ৪ জন গ্রেফতার

ডিস্ট্রিক্ট করসপডেন্ট
২০ ফেব্রুয়ারি ২০২৫ ১৫:১৫

পাবনা থানা।

পাবনা: অপারেশন ডেভিল হান্টের অংশ হিসেবে পাবনায় চারজনকে গ্রেফতার করা হয়েছে। বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারি) দুপুরে পাবনার অতিরিক্ত পুলিশ সুপার রাজিনূর রহমান এ তথ্য নিশ্চিত করেছে।

গত ২৪ ঘণ্টায় অপারেশন ডেভিল হান্টে গ্রেফতাররা হলেন, পাবনা সদর উপজেলার বিলকোলার মো. আবু বক্কর প্রামানিকের ছেলে মো. আফজাল হোসেন (৩৮), আরিফপুর সাইদুর রহমানের ছেলে নূর নবী (৩৭)। এ ছাড়া চাটমোহর উপজেলার পবাখালীর মৃত হাকিম উদ্দিনের ছেলে ছকির উদ্দিন (৭৩) ও আমিনপুর থানার শিতলপুর গ্রামের মৃত ফজের উদ্দিনের ছেলে মো. শহিদুল হক (৬৮)।

বিজ্ঞাপন

পাবনার অতিরিক্ত পুলিশ সুপার রাজিনূর রহমান বলেন, ‘বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মামলায় তাদের গ্রেফতার দেখানো হয়েছে। জানা যায় আটক নেতারা প্রত্যেকেই আওয়ামী লীগের বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতা-কর্মী।

সারাবাংলা/এমপি

অপারেশন ডেভিল হান্ট গ্রেফতার পাবনা

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর