Tuesday 04 Mar 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

একুশে ফেব্রুয়ারি চলবে মেট্রোরেল, কর্মবিরতি ৩০ দিন স্থগিত

স্পেশাল করেসপন্ডেন্ট
২০ ফেব্রুয়ারি ২০২৫ ১৮:৩৫ | আপডেট: ২০ ফেব্রুয়ারি ২০২৫ ২২:০১

ঢাকা: একুশে ফেব্রুয়ারি মেট্রোরেল চলবে। এদিকে তিন দিনের মধ্যে স্বয়ংসম্পূর্ণ চাকরি বিধিমালা চূড়ান্ত করতে আগামীকাল শুক্রবার একুশে ফেব্রুয়ারি মেট্রোরেল বন্ধের যে হুঁশিয়ারি দিয়েছিল, সেখান থেকে ফিরে এসেছে ডিএমটিসিএলের সরাসরি উন্মুক্ত নিয়োগের মাধ্যমে নিয়োগপ্রাপ্ত স্থায়ী কর্মকর্তা-কর্মচারীরা। ফলে আগামীকাল একুশে ফেব্রুয়ারি মেট্রোরেল চালাবেন তারা।

বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারি) ডিএমটিসিএল সূত্র এ তথ্য নিশ্চিত করেছে।

বিজ্ঞাপন

নাম প্রকাশ না করার শর্তে মেট্রোরেলের একাধিক কর্মী বলেন, আমাদের বর্তমান এমডি এবং সাবেক এমডি আজ (বৃহস্পতিবার) মন্ত্রণালয়ে গিয়ে সিনিয়র সচিব ও উপদেষ্টার সঙ্গে দেখা করেছেন। এরপর আমাদের সঙ্গে আলোচনায় তারা কিছুদিন সময় চেয়েছেন। এ প্রেক্ষিতে ৩০ দিন সময় দেওয়া হয়েছে। আগামী রোববার (২৩ ফেব্রুয়ারি) থেকে ৩০ ক্যালেন্ডার দিন গণনা করা হবে। নতুন এমডি আমাদের আশ্বস্ত করেছেন। আগামী ৩০ দিনের মধ্যে তারা সার্ভিস রুল চূড়ান্ত করবেন। এছাড়া শুক্রবার আন্তর্জাতিক মাতৃভাষা দিবসকে শ্রদ্ধা জানিয়ে ওইদিন মেট্রেরেল চলবে। তবে আগামী ৩০ দিনের মধ্যে সার্ভিস রুলস চূড়ান্ত না করলে পরবর্তীতে আলোচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে।

সারাবাংলা/জেআর/আরএস

মেট্রোরেল

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর