চ্যাম্পিয়নস ট্রফি
হৃদয়-জাকেরকে দেখে পাকিস্তানকে কী শিখতে বললেন রমিজ?
২২ ফেব্রুয়ারি ২০২৫ ০৯:২৩
ভারতের বিপক্ষে তাদের অবিশ্বাস্য এক জুটিই দলকে ধ্বংসস্তূপ থেকে টেনে তুলেছিল। তাওহিদ হৃদয় ও জাকের আলীর রেকর্ড গড়া সেই জুটি বাংলাদেশকে এনে দিয়েছিল লড়াই করার পুঁজি। দলকে জেতাতে না পারলেও তাদের এই জুটি প্রশংসা কুড়িয়েছে। সাবেক ক্রিকেটার রমিজ রাজা বলছেন, পাকিস্তানের উচিত হৃদয়-জাকেরকে দেখে ‘হার না মানার’ শিক্ষা নেওয়া।
৩৫ রানে ৫ উইকেট হারানোর পর হৃদয়-জাকের গড়েছেন রেকর্ড ১৫৪ রানের জুটি। যে বাংলাদেশ ১০০ রান ছুঁতে পারবে কিনা সেটা নিয়েই ছিল সন্দেহ, সেই বাংলাদেশ ভারতকে ২০০ এর উপরে টার্গেট দিয়েছে এই জুটির কল্যাণেই। জাকের সেঞ্চুরি না পেলেও দুর্দান্ত এক শতক তুলে নিয়েছেন হৃদয়।
বাংলাদেশের মতো পাকিস্তানও নিজেদের প্রথম ম্যাচে হেরেছে। পরের ম্যাচে ভারতের বিপক্ষে তাই জয়ের বিকল্প নেই বাবর-রিজওয়ানদের সামনে। রমিজ বলছেন হৃদয়-জাকেরের হার না মানা ব্যাটিং থেকে শিক্ষা নিতে হবে পাকিস্তানকে, ‘হৃদয় ও জাকেরের জুটি থেকে পাকিস্তান চাইলে অনেক কিছু শিখতে পারে। ৩৫ রানে ৫ উইকেট পড়ে যাওয়ার পর তারা যেভাবে পরিস্থিতির সাথে মানিতয়ে নিয়ে ইনিংসে টেনে নিয়েছে, সেটা অনেক বড় ব্যাপার। পাকিস্তানকে আমি এজন্যই বলছি কারণ তারাও বাংলাদেশের বিপক্ষে খেলবে। ভারতের বিপক্ষেও ম্যাচ আছে। নিজেদের ভুল থেকে শেখাটা জরুরি।’
হৃদয়-জাকেরের জুটির মতো পাকিস্তান ব্যাটারদেরও বড় জুটি গড়ে তুলতে হবে, মানছেন রমিজ, ‘তাদের এই জুটি থেকে দৃষ্টান্ত পাওয়া যে, কখনোই হার মানা যাবে না। যেকোনো বাজে পরিস্থিতি থেকে আপনি বের হয়ে আসতে পারেন এমন জুটির কল্যাণে। ম্যাচে ভালো কিছু করতে হলে এমন জুটির বিকল্প নেই।’
ভারতের বিপক্ষে ম্যাচ হারলেও দারুণ এক সেঞ্চুরি পেয়েছে হৃদয়। হৃদয়ের ব্যাটিংয়ে মুগ্ধ রমিজ, ‘হৃদয় বড় শট খেলতে পারে, আগ্রাসী মনোভাব আছে। সে দ্রুত দৌড়াতেও পারে। মিডল অর্ডারে বাংলাদেশ অমূল্য সম্পদ পেয়েছে। সে আরও অনেক দূরে যাবে। যে পরিস্থিতিতে সে বড় একটা দলের বিপক্ষে সেঞ্চুরি করেছে, সেটা অনেক বড় ব্যাপার।’
সারাবাংলা/এফএম