Saturday 22 Feb 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

রাজধানীতে মোটরসাইকেল দুর্ঘটনায় যুবক নিহত

স্টাফ করেসপন্ডেন্ট
২২ ফেব্রুয়ারি ২০২৫ ১১:১১

মরদেহ। প্রতীকী ছবি

ঢাকা: রাজধানীর রমনা পার্ক সংলগ্ন হেয়ার রোডে মোটরসাইকেল দুর্ঘটনায় আশিকুর রহমান (২২) নামে এক যুবক মারা গেছেন। আহত হয়েছেন তার বন্ধু রাসেল (২৪)।

শুক্রবার (২১ ফেব্রুয়ারি) রাত ১০টার দিকে এই দুর্ঘটনা ঘটে। মুমূর্ষু অবস্থায় আনসার সদস্যরা তাদের দুজনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসাধীন অবস্থায় আশিক মারা যায়।

রমনা থানার উপ পরিদর্শক (এসআই) প্রদীপ চন্দ্র রায় জানান, রাতে খবর পাওয়া যায়, রমনা পার্ক সংলগ্ন হেয়ার রোডে একটি দুর্ঘটনা ঘটেছে। পরবর্তীতে সেখানে গিয়ে একটি মোটরসাইকেল পড়ে থাকতে দেখা যায়। ঘটনাস্থল ও হাসপাতাল থেকে জানা যায়, আনসার সদস্যদের একটি গাড়ি ইউটার্ন করার সময় দ্রুতগতির মোটরসাইকেলটি এসে ধাক্কা দেয়। এতে ছিটকে পড়েন মোটরসাইকেল চালক এবং আরোহী। পরে আনসার সদস্যরা তাদেরকে ঢাকা মেডিকেলে নিয়ে গেলে সেখানে আশিকুর নামে মোটরসাইকেল চালক মারা যান। তবে তাদের দুজনের মাথায় হেলমেট ছিল না।

এসআই আরও জানান, আহত রাসেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। মৃত আশিকুরের বাসা যাত্রবাড়ি সায়দাবাদ এলাকায়। বাবার নাম মো. আলী। তারা হাসপাতালে এসেছেন। আশিকুরের মরদেহ ময়নাতদন্ত ছাড়াই স্বজনদের বুঝিয়ে দেয়ার প্রক্রিয়া চলছে।

সারাবাংলা/এসএসআর/এনজে

দুর্ঘটনা নিহত

বিজ্ঞাপন

বসন্তের সন্ধ্যা ভিজল বৃষ্টিতে
২২ ফেব্রুয়ারি ২০২৫ ১৮:৫০

আরো

সম্পর্কিত খবর