Saturday 22 Feb 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

চট্টগ্রামে পোশাক কারখানায় আগুন

স্পেশাল করেসপন্ডেন্ট
২২ ফেব্রুয়ারি ২০২৫ ১৮:৪১ | আপডেট: ২২ ফেব্রুয়ারি ২০২৫ ২০:৪৫

চট্টগ্রামে পোশাক কারখানায় আগুন জ্বলছে। ছবি: সারাবাংলা।

চট্টগ্রাম ব্যুরো: চট্টগ্রামের বোয়ালখালী উপজেলায় একটি পোশাক কারখানায় আগুন জ্বলছে। ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিট আগুন নেভানোর কাজ করছে।

শনিবার (২২ ফেব্রুয়ারি) বিকেলে উপজেলার বাদামতল এলাকায় ‘অ্যাবালন ফ্যাশন লিমিটেড’ নামে কারখানাটিতে আগুন লাগে।

চট্টগ্রাম বিভাগীয় ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের নিয়ন্ত্রণ কক্ষ থেকে জানানো হয়েছে, বিকেল ৪টা ৫০ মিনিটে আগুন লাগার সংবাদ পৌঁছে নিয়ন্ত্রণ কক্ষে। এরপর বোয়ালখালী, মোহরা ও কর্ণফুলী ফায়ার স্টেশন থেকে দুটি করে মোট ছয়টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভানোর কাজ শুরু করে।

ঘটনাস্থলে থাকা ফায়ার সার্ভিসের চট্টগ্রামের উপ-সহকারী পরিচালক মোহাম্মদ আবদুল্লাহ সারাবাংলাকে জানিয়েছেন, চারতলা ভবনের চতুর্থ তলার ইউনিটে আগুন লেগেছে। সেখান থেকে বের হওয়া ধোঁয়ায় চারপাশ আচ্ছন্ন হয়ে আছে। তবে আগুন মোটামুটি ফায়ার কর্মীদের নিয়ন্ত্রণে আছে। আশপাশে ছড়ানোর সম্ভাবনা নেই।

জানা গেছে, ‘অ্যাবালন ফ্যাশন লিমিটেড’ নামে ওই কারখানায় জ্যাকেট প্রস্তুত করা হয়। আগুন লাগার পর সেখানে থাকা সকল কর্মীরা দ্রুত নিরাপদে বেরিয়ে আসেন।

সারাবাংলা/আরডি/এসআর

অ্যাবালন ফ্যাশন লিমিটেড আগুন চট্টগ্রাম চট্টগ্রামে আগুন পোশাক কারখানায় আগুন

বিজ্ঞাপন

২২তম দিনে নতুন বই এলো ১৪৪টি
২২ ফেব্রুয়ারি ২০২৫ ২৩:৪৫

আরো

সম্পর্কিত খবর