চলন্ত বাসে ডাকাতি-শ্লীলতাহানি
২ আসামি কারাগারে, আরেক জন রিমান্ডে
২২ ফেব্রুয়ারি ২০২৫ ২১:৫০ | আপডেট: ২২ ফেব্রুয়ারি ২০২৫ ২৩:৩১
টাঙ্গাইল: জেলার মির্জাপুরে চলন্ত বাসে ডাকাতি ও শ্লীলতাহানির মামলায় তিন আসামির মধ্যে দুইজন স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন, আর অপর আসামিকে জিজ্ঞাসাবাদের জন্য পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
শনিবার (২২ ফেব্রুয়ারি) সন্ধ্যায় সিনিয়র জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতের বিচারক নওরিন করিম এ আদেশ দেন।
এর আগে শুক্রবার (২১ ফেব্রুয়ারি) ডাকাত দলের তিন সদস্যকে সাভার উপজেলার টান গেন্ডা এলাকা থেকে গ্রেফতার করে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।
গ্রেফতারকৃতরা হলেন- মানিকগঞ্জ জেলার দৌলতপুর উপজেলার লাউতারা গ্রামের বদর উদ্দিন শেখের ছেলে শহিদুল ইসলাম মুহিত (২৯), শরিয়তপুর জেলার জাজিরা উপজেলার রামকৃষ্ণপুর গ্রামের ইসমাইল মোল্লার ছেলে মো. সবুজ (৩০) ও ঢাকা জেলার সাভার উপজেলার টান গেন্ডা ৯ নং ওয়ার্ডের আবুল হোসেনের ছেলে মো. শরীফুজ্জামান শরীফ (২৮)।
আদালত সূত্রে জানা যায়, গ্রেফতারকৃতদের শনিবার দুপুরে পাঁচ দিনের রিমান্ড চেয়ে আদালতে সোপর্দ করা হয়। তাদের মধ্যে শহিদুলের ৫ দিনের রিমান্ড মঞ্জুর করা হয়। অপর দুই আসামি আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন।
পুলিশ সুপার জানান, এই ঘটনায় প্রথমে বাসের চালক, সুপারভাইজার ও চালকের সহকারীকে আটক করা হয়। কিন্তু পরে তারা জামিনে ছাড়া পান। এ ছাড়া মির্জাপুরের ডিউটি অফিসার এ এস আই আতিকুজ্জামানকে দায়িত্বে অবহেলার অভিযোগে সাময়িক বরখাস্ত করা হয়েছে।
তিনি সাংবাদিকদের প্রশ্নের উত্তরে বলেন, ‘দুই নারী যাত্রীকে ধর্ষণের কথা শোনা গেলেও এ ব্যপারে নিশ্চিত না হয়ে কিছু বলা যাচ্ছে না। বিষয়টি তদন্তাধীন। তবে ওই দুই নারী শ্লীলতাহানির শিকার হয়েছেন।’
উল্লেখ্য, গত ১৭ ফেব্রুয়ারি রাত সাড়ে ১১টার দিকে ঢাকার গাবতলী থেকে রাজশাহীগামী ‘ইউনিক রোড রয়েলস পরিবহনে’র একটি বাসে যাত্রা করেন। যাত্রীদের ভাষ্যমতে, রাত পৌনে দুইটার দিকে বাসটি গাজীপুরে কালিয়াকৈর পার হলে টাঙ্গাইলের মির্জাপুরের সোহাগপাড়া ফুটওভার ব্রীজের নিকট পৌছোলে ৬-৭ জনের ডাকাত দল বাস যাত্রীদের জিম্মি করে। এ সময় তারা যাত্রীদের কাছে থেকে মোট ৫ লাখ ২৪ হাজার ৬০০ টাকা লুটে নেয় ও দুই নারী যাত্রী শ্লীলতাহানির শিকার হন।
শুক্রবার (২১ ফেব্রুয়ারি) ঘটনার তিনি দিন পরে ডাকাতির শিকার ওমর আলী নামের এক যাত্রী মির্জাপুর থানায় বাদী হয়ে মামলা করেন।
সারাবাংলা/এইচআই