Monday 20 Oct 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

জিপিএইচ ইন্টারন্যাশনাল স্কুলে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা

সারাবাংলা ডেস্ক
২২ ফেব্রুয়ারি ২০২৫ ২৩:২৭

চট্টগ্রাম ব্যুরো: চট্টগ্রামে জিপিএইচ ইন্টারন্যাশনাল স্কুলে আয়োজনে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠান হয়েছে।

শনিবার (২২ ফেব্রুয়ারি) দিনব্যাপী এ আয়োজনে প্রধান অতিথি ছিলেন ব্রিটিশ কাউন্সিলের বিসনেজ ডেভেলপমেন্টের পরিচালক সারওয়াত রেজা।

এ সময় আরও উপস্থিত ছিলেন জিপিএইচ ইন্টারন্যাশনাল স্কুলের সভাপতি ও জিপিএইচ ইস্পাতের চেয়াম্যান মোহাম্মদ আলমগীর কবির এবং ভাইস চেয়ারম্যান কামরুন নাহার। এ ছাড়া, স্কুলের পরিচালক মোহাম্মদ আলমাস শিমুল, মো. আব্দুল আহাদ ও সোলাইমান কবীর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

প্রতিযোগিতায় শিক্ষার্থীরা বিভিন্ন ইভেন্টে অংশ নেয়। এর মধ্যে ছিল- দৌড়, মেমোরি টেস্ট, অংক দৌড়, কক ফাইট, ঝুড়িতে বল নিক্ষেপ, ‘যেমন খুশি তেমন সাজ’।

বিজ্ঞাপন

প্রতিযোগিতা শেষে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়। পরে শুরু হয় সাংস্কৃতিক অনুষ্ঠান।

অনুষ্ঠানের সভাপতি মো. আলমগীর কবীর বিদ্যালয়ের শিক্ষার্থীদের সাফল্য ও উৎসাহের প্রশংসা করেন এবং ভবিষ্যতে আরও বড় পরিসরে এমন আয়োজন করার প্রত্যয় ব্যক্ত করেন।

সারাবাংলা/আরডি/পিটিএম