২২তম দিনে নতুন বই এলো ১৪৪টি
২২ ফেব্রুয়ারি ২০২৫ ২৩:৪৫
ঢাকা: আজ ২২ ফেব্রুয়ারি (শনিবার) অমর একুশে বইমেলার ২২তম দিন। এদিন মেলা শুরু হয় বেলা ১১টায়, চলে রাত ৯টা পর্যন্ত। এর মধ্যে ১১টা থেকে দুপুর ১টা পর্যন্ত ছিল শিশুপ্রহর। এই দিনে মেলায় নতুন বই এসেছে ১৪৪টি।
এর মধ্যে গল্পের বই ১৮টি, উপন্যাস নয়টি, প্রবন্ধ তিনটি, কবিতা ৪২টি, গবেষণা দু’টি, ছড়া নয়টি, শিশুসাহিত্য আটটি, জীবনী তিনটি, বিজ্ঞান তিনটি, ভ্রমণ তিনটি, ইতিহাস তিনটি, চিকিৎসা একটি, গণঅভ্যুত্থান একটি, ধর্মীয় দু’টি, অনুবাদ তিনটি ও সায়েন্স ফিকশন পাঁচটিসহ অন্যান্য বই রয়েছে ২৯টি।
বাংলা একাডেমির জনসংযোগ উপবিভাগ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।
সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, এদিন সকাল সাড়ে ১০টায় শিশু-কিশোর চিত্রাঙ্কন, আবৃত্তি ও সংগীত প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার প্রদান করা হয়। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন- বাংলা একাডেমির সচিব ড. মো. সেলিম রেজা। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. নিয়াজ আহমেদ খান। সভাপতিত্ব করেন বাংলা একাডেমির মহাপরিচালক অধ্যাপক মোহাম্মদ আজম।
বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, বিকেল ৪টায় বইমেলার মূলমঞ্চে অনুষ্ঠিত হয় কায়কোবাদের সাহিত্যে ‘শ্মশানে’র চিত্রাবলি’ শীর্ষক আলোচনা অনুষ্ঠান। প্রবন্ধ উপস্থাপন করেন ইমরান কামাল। আলোচনায় অংশ নেন হাবিব আর রহমান। সভাপতিত্ব করেন আবু দায়েন। লেখক বলছি মঞ্চে নিজেদের নতুন বই নিয়ে আলোচনা করেন- প্রাবন্ধিক ও গবেষক হাবিব আর রহমান এবং কবি আমিরুল মোমেনীন মানিক।
সাংস্কৃতিক অনুষ্ঠানে কবিতা পাঠ করেন কবি মালেক মুস্তাকিম, কবি ড. শাহনাজ পারভীন, কবি মোশাররফ হোসেন খান এবং কবি মমতাজ রহমান। আবৃত্তি পরিবেশন করেন আবৃত্তিশিল্পী লায়লা পারভীন কেয়া, নায়লা তারাননুম চৌধুরী এবং শাহিদা পারভীন রেখা।
এদিন ছিল মো. মনজুরুল আলমের পরিচালনায় সাংস্কৃতিক সংগঠন ‘দলদ্বীপ শিখা’ এবং মো. শহীদুল ইসলাম চৌধুরীর পরিচালনায় লিগ্যাল এইড বিষয়ক মঞ্চনাটিকা ‘আলোর পথ’, জাতীয় আইনগত সহায়তা প্রদান সংস্থা, আইন ও বিচার বিভাগ—এর পরিবেশনা। যন্ত্রাণুষঙ্গে ছিলেন মো. ফরিদ উদ্দিন (তবলা), ডালিম কুমার বড়ুয়া (কি—বোর্ড) মো. সুমন কুমার সাহা (অক্টোপ্যাড)।
আগামীকাল অমর একুশে বইমেলার ২৩তম দিন। মেলা শুরু হবে বিকেল ৩টায়, চলবে রাত ৯টা পর্যন্ত। এদিন বিকেল ৪টায় বইমেলার মূলমঞ্চে অনুষ্ঠিত হবে ‘গণ-অভ্যুত্থান ও নারী’ শীর্ষক আলোচনা অনুষ্ঠান। প্রবন্ধ উপস্থাপন করবেন মির্জা তাসলিমা সুলতানা। আলোচনায় অংশ নেবেন শাওলী মাহবুব এবং মুশাররাত শর্মি হোসেন। সভাপতিত্ব করবেন রেহনুমা আহমেদ।
সারাবাংলা/পিটিএম