Sunday 23 Feb 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

কুড়িগ্রামে গাঁজা ও ইয়াবাসহ ২ মাদক কারবারি আটক

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২৩ ফেব্রুয়ারি ২০২৫ ১৬:৪৫

আটক দুই মাদক কারবারি

কুড়িগ্রাম: কুড়িগ্রামের রাজারহাটে যৌথবাহিনীর অভিযানে গাঁজা, ইয়াবা ও মাদক সেবনের সরঞ্জামসহ দুই মাদক কারবারিকে আটক করা হয়েছে।

রোববার (২৩ ফেব্রুযারি) সকালে বিষয়টি নিশ্চিত করেছেন রাজারহাট থানা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) তসলিম উদ্দিন।

এর আগে রোববার (২৩ ফেব্রুয়ারি) রাত আড়াইটার দিকে যৌথবাহিনীর অভিযানে রাজারহাট উপজেলার ঘড়িয়ালডাঙ্গা ইউনিয়ের খিতাবখাঁ থেকে তাদের আটক করা হয়েছে।

আটকরা নামাপাড়া গ্রামের সেকেন্দার আলীর ছেলে আশরাফুল আলম (৩৭) ও একই এলাকার মৃত আমিনুল ইসলামের ছেলে মাসুদ রানা (২৯)।

পুলিশ জানায়, আটকরা নিজ বাড়িতে মাদক সেবন করছিল। পরে মাদকসহ হাতেনাতে তাদের আটক করা হয়। এ সময় তাদের কাছে বিভিন্ন রঙের ১৫টি ইয়াবা, প্রায় ২ কেজি গাঁজাসহ মাদক সেবনের ফয়েল পেপার ও লাইটার পাওয়া যায়। পরে আটক দুই জনকে রাজারহাট থানায় সোপর্দ করা হয়।

রাজারহাট থানা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) তসলিম উদ্দিন জানান, আটকদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দিয়ে সকালে আদালতে পাঠানো হয়েছে।

সারাবাংলা/এনজে

আটক কারবার কুড়িগ্রাম মাদক

বিজ্ঞাপন

সুনামগঞ্জে ট্রাক উলটে কিশোর নিহত
২৩ ফেব্রুয়ারি ২০২৫ ২১:২০

আরো

সম্পর্কিত খবর