Sunday 23 Feb 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ দাবিতে মধ্যরাতে বিক্ষোভে উত্তাল ঢাবি

ঢাবি করেসপন্ডেন্ট
২৪ ফেব্রুয়ারি ২০২৫ ০২:৩২ | আপডেট: ২৪ ফেব্রুয়ারি ২০২৫ ০২:৩৪

স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ দাবিতে মধ্যরাতে বিক্ষোভ উত্তাল ঢাবি। ছবি: সংগৃহীত

ঢাকা: চলমান ধর্ষণ, চুরি-ডাকাতি, চিনতাই, চাঁদাবাজিসহ নানা অপরাধ বৃদ্ধি ও আইনশৃঙ্খলা বাহিনীর নিষ্ক্রিয়তার দায়ে স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ দাবি করে বিক্ষোভ মিছিল করেছে ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীরা।

সোমবার (২৪ ফেব্রুয়ারি) দিবাগত রাত পৌনে ১টায় ঢাবির হল পাড়া থেকে বিক্ষোভ মিছিল বের করে রাজু ভাস্কর্যে শেষ করেন শিক্ষার্থীরা। এ সময় ‘দফা এক দাবি এক, জাহাঙ্গীরের পদত্যাগ’, ‘অ্যাকশন টু অ্যাকশন, ডাইরেক্ট অ্যাকশন’সহ নানা স্লোগান দিতে দেখা যায়।

বিজ্ঞাপন

বিক্ষোভ মিছিলে অংশ নেওয়া এক শিক্ষার্থী বলেন, ‘বিগত কয়েকদিন ধরে আমরা দেখতে পাচ্ছি- দেশে চুরি, ছিনতাই, ধর্ষণ, চাঁদাবাজিসহ নানা ধরনের অপরাধ বেড়েছে। অথচ স্বরাষ্ট্র উপদেষ্টা দাবি করছেন- অবস্থা সন্তোষজনক। এ রকম মানুষ কিভাবে একটা রাষ্ট্রের উপদেষ্টা হয়? আমরা তার দ্রুত অপসারণ চাই।’

এদিকে মিছিল পরবর্তী সংক্ষিপ্ত সমাবেশে বক্তারা বলেন, দেশে হত্যা হচ্ছে, চাঁদাবাজরা বেরিয়ে আসছে, ধর্ষণ হচ্ছে। এ রকম দেশ কি আমরা চেয়েছিলাম? আমাদের জননিরাপত্তা কোথায়? ৫ আগস্টের পর যে আশা-আকাঙ্ক্ষায় আমরা বুক বেঁধেছিলাম তা ভূলুণ্ঠিত হতে চলেছে। অনতিবিলম্বে স্বরাষ্ট্র উপদেষ্টাকে পদত্যাগ করতে হবে।

সারাবাংলা/এআইএন/পিটিএম

উত্তাল ঢাবি টপ নিউজ পদত্যাগ দাবি মধ্যরাতে বিক্ষোভ স্বরাষ্ট্র উপদেষ্টা

বিজ্ঞাপন

২২তম দিনে মেলায় নতুন বই ৬৭টি
২৩ ফেব্রুয়ারি ২০২৫ ২৩:৫১

আরো

সম্পর্কিত খবর