গাজায় ধ্বংসস্তূপে আরও ১০ মরদেহ উদ্ধার
২৪ ফেব্রুয়ারি ২০২৫ ০৯:১৯ | আপডেট: ২৪ ফেব্রুয়ারি ২০২৫ ১২:৫২
গাজায় ইসরায়েলি হামলার ফলে নিহতের সংখ্যা দিন দিন বাড়ছে। সম্প্রতি ধ্বংসস্তূপের ভেতর থেকে আরও ১০ জনের লাশ উদ্ধার করা হয়েছে। এতে করে মোট নিহতের সংখ্যা প্রায় ৪৮ হাজার ৩৪০ জনে পৌঁছেছে। দীর্ঘদিন ধরে চলা সংঘর্ষে গাজা শহর পরিণত হয়েছে ধ্বংসস্তূপে, যেখানে এখনও অনেক মানুষ চাপা পড়ে আছেন বলে আশঙ্কা করা হচ্ছে।
রোববার (২৩ ফেব্রুয়ারি) বার্তাসংস্থা আনাদোলুর এক প্রতিবেদনে জানানো হয়, ফিলিস্তিনি স্বাস্থ্যকর্মী ও উদ্ধারকর্মীরা ধ্বংসস্তূপের নিচে থেকে নতুন করে ১০ জনের লাশ উদ্ধার করেছেন।
গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্যানুযায়ী, ইসরায়েলি আক্রমণে নিহতের সংখ্যা ৪৮ হাজার ৩৪০ জনে পৌঁছেছে এবং আহত হয়েছেন ১ লাখ ১১ হাজার ৭৫৩ জন।
গত ১৯ জানুয়ারি গাজায় যুদ্ধবিরতি কার্যকর হয়। এর আগে ২০২৩ সালের অক্টোবর থেকে ইসরায়েলের লাগাতার হামলায় ব্যাপক প্রাণহানি ঘটে। যুদ্ধবিরতির পর ধ্বংসস্তূপ থেকে একের পর এক লাশ উদ্ধার করা হলেও পরিস্থিতির উন্নতি হয়নি। ধ্বংসস্তূপের নিচে আটকে পড়া অনেক মানুষের কাছেও উদ্ধারকারীরা সেভাবে পৌঁছাতে পারছেন না।
যুদ্ধের ফলে গাজার প্রায় ৮৫ শতাংশ মানুষ বাস্তুচ্যুত হয়েছেন এবং অঞ্চলটির ৬০ শতাংশ অবকাঠামো সম্পূর্ণ বা আংশিক ধ্বংস হয়েছে বলে জানিয়েছে জাতিসংঘ।
জাতিসংঘের নিরাপত্তা পরিষদ গাজায় অবিলম্বে যুদ্ধবিরতির আহ্বান জানালেও ইসরায়েল তার আগ্রাসন চালিয়ে যাচ্ছে। ইতোমধ্যেই আন্তর্জাতিক বিচার আদালতে ইসরায়েলের বিরুদ্ধে গণহত্যার অভিযোগ আনা হয়েছে। বিশ্বের বিভিন্ন দেশ থেকে মানবাধিকার লঙ্ঘনের অভিযোগে ইসরায়েলের নিন্দা জানানো হচ্ছে।
সারাবাংলা/এসডব্লিউ