চসিকের একুশে স্মারক সম্মাননা পাচ্ছেন যারা
২৪ ফেব্রুয়ারি ২০২৫ ১৫:৪১ | আপডেট: ২৪ ফেব্রুয়ারি ২০২৫ ১৮:০০
চট্টগ্রাম ব্যুরো: সমাজের বিভিন্ন স্তরে অবদানের জন্য এবার চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) একুশে স্মারক সম্মাননা পাচ্ছেন ১৪ জন। এরমধ্যে সাহিত্য পুরস্কার দেওয়া হবে ছয়জনকে।
সোমবার (২৪ ফেব্রুয়ারি) গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছেন সিটি করপোরেশনের জনসংযোগ কর্মকর্তা আজিজ আহমদ। নানা ক্ষেত্রে অবদানের জন্য কয়েক বছর ধরে একুশে সম্মাননা দিয়ে আসছে চসিক।
চসিকের জনসংযোগ কর্মকর্তা আজিজ আহমদ জানান, বুধবার (২৬ ফেব্রুয়ারি) চট্টগ্রাম এম এ আজিজ স্টেডিয়াম সংলগ্ন জিমনেসিয়াম চত্ত্বরে অমর একুশে বইমেলা উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে একুশে সম্মাননা পদক দেওয়া হবে। অনুষ্ঠানের সভাপতিত্ব করবেন চসিক মেয়র ডা. শাহাদাত হোসেন।
এবার একুশে সম্মাননা স্মারক পদক-২০২৫ পাচ্ছেন যারা— মুক্তিযুদ্ধ ও স্বাধীনতা আন্দোলন- শাহাবুদ্দিন আহমদ চৌধুরী, ভাষা আন্দোলন- বদিউল আলম চৌধুরী (মরণোত্তর), সমাজসেবা ও গবেষণা- ড. সুকোমল বড়ুয়া, চিকিৎসা- ডা. ইমরান বিন ইউনুস, সমাজসেবা- কামরুন মালেক, সঙ্গীত- নকিব খান, সাংবাদিকতা- জাহেদুল করিম কচি, ক্রীড়া- তামিম ইকবাল খান।
সাহিত্য পুরষ্কার পাচ্ছেন— কথাসাহিত্য- আসহাব উদ্দিন (মরণোত্তর), প্রবন্ধ ও গবেষণা- ড. সলিমুল্লাহ খান, শিশুসাহিত্য- মিজানুর রহমান শামীম, শিশু ও চিকিৎসাসাহিত্য- প্রণব কুমার চৌধুরী, কবিতা- জিললুর রহমান ও অনুবাদে ফারজানা রহমান শিমু।
সারাবাংলা/আইসি/এসআর
একুশে স্মারক সম্মাননা চট্টগ্রাম চসিকের একুশে স্মারক সম্মাননা সম্মাননা পাচ্ছেন যারা সারাবাংলা