Tuesday 25 Feb 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

আব্দুল্লাহ আল নোমানের মৃত্যুতে তারেক রহমানের শোক

স্পেশাল করেসপন্ডেন্ট
২৫ ফেব্রুয়ারি ২০২৫ ১২:৪১ | আপডেট: ২৫ ফেব্রুয়ারি ২০২৫ ১৪:২৪

আব্দুল্লাহ আল নোমানের মৃত্যুতে তারেক রহমানের শোক প্রকাশ।

ঢাকা: বিএনপির ভাইস চেয়ারম্যান সাবেক মন্ত্রী আব্দুল্লাহ আল নোমানের মৃত্যুতে শোক জানিয়েছেন দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) দুপুরে গণমাধ্যমে পাঠানো বিবৃতিতে তিনি শোক জানান।

বিবৃতিতে তারেক রহমান বলেন, ‘মরহুম আবদুল্লাহ আল নোমান একজন দেশপ্রেমিক রাজনীতিবিদ হিসেবে দেশের সকল ক্রান্তিকালে জনগণের পক্ষে অবস্থান গ্রহণ করেন। রাজনীতিবিদ হিসেবে দেশবাসীর নিকট তিনি অত্যন্ত সমাদৃত ছিলেন। সাবেক রাষ্ট্রপতি শহিদ জিয়াউর রহমান বীর উত্তমের নীতি ও আদর্শে গভীরভাবে আস্থাশীল এবং বাংলাদেশী জাতীয়তাবাদী দর্শনে বিশ্বাসী আবদুল্লাহ আল নোমান বিএনপির প্রতিষ্ঠাকাল থেকে গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে একজন আপসহীন যোদ্ধা হিসেবে নিরলসভাবে কাজ করে গেছেন।’

তিনি বলেন, ‘আব্দুল্লাহ আল নোমান জনসেবার মহান লক্ষ্য সামনে নিয়ে রাজনীতি করতেন বলেই সরকারের মন্ত্রী হয়ে নিজ এলাকাসহ সারাদেশের উন্নয়ন ও অগ্রগতিতে ব্যাপক অবদান রাখেন। ‘৭১ এর মুক্তিযুদ্ধের একজন অনন্য সংগঠক হিসেবে তার অবদান জাতির নিকট চির অম্লান হয়ে থাকবে।’

তারেক রহমান বলেন, ‘আব্দুল্লাহ আল নোমান ছিলেন একাধারে প্রাজ্ঞ ও জনঘনিষ্ঠ রাজনীতিবিদ। সজ্জন ও বিনয়ী মানুষ হিসেবেও সর্বমহলে তার ছিল অকৃত্রিম গ্রহণযোগ্যতা। বাংলাদেশি জাতীয়তাবাদ ও বহুদলীয় গণতান্ত্রিক চেতনাকে দৃঢ়ভাবে ধারণ করে মানুষের বাক-ব্যক্তি ও মত প্রকাশের স্বাধীনতার স্বপক্ষে তার লড়াই ছিল অবিস্মরণীয়। বর্তমান সময়ে তার মতো আদর্শনিষ্ঠ রাজনীতিবিদের মৃত্যুতে আমি গভীরভাবে ব্যথিত হয়েছি।’

বিবৃতিতে আবদুল্লাহ আল নোমানের বিদেহী আত্মার মাগফিরাত কামনা এবং শোকার্ত পরিবারবর্গ, গুণগ্রাহী ও শুভানুধ্যায়ীদের প্রতি গভীর সমবেদনা জানান তারেক রহমান।

বিজ্ঞাপন

মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) ভোর ৬ টায় আব্দুল্লাহ আল নোমান হঠাৎ অসুস্থ হয়ে পড়লে দ্রুত তাকে স্কয়ার হাসপাতালে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসকরা জানান, বাসাতেই তার মৃত্যু হয়েছে। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮১ বছর। তিনি স্ত্রী, এক ছেলে, এক মেয়ে নাতি-নাতনিসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

সারাবাংলা/এজেড/এমপি

আব্দুল্লাহ আল নোমান তারেক রহমান মৃত্যু শোক

বিজ্ঞাপন

২ সচিবকে বদলি করে প্রজ্ঞাপন
২৫ ফেব্রুয়ারি ২০২৫ ১৫:২২

যমুনায় চলছে উপদেষ্টা পরিষদের বৈঠক
২৫ ফেব্রুয়ারি ২০২৫ ১৪:৫৯

৪ দিনেই কোটি ভিউ!
২৫ ফেব্রুয়ারি ২০২৫ ১৪:৫৫

আরো

সম্পর্কিত খবর