Tuesday 25 Feb 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘বিলম্বে হলেও অন্তর্বর্তী সরকারের বোধোদয় হয়েছে’

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২৫ ফেব্রুয়ারি ২০২৫ ১৪:১৯ | আপডেট: ২৫ ফেব্রুয়ারি ২০২৫ ১৫:৫২

নীলফামারী: রাজনৈতিক সরকার ছাড়া দেশের সার্বিক পরিস্থিতি স্থিতিশীল করা সম্ভব নয়। তাই যত দ্রুত সম্ভব জাতীয় নির্বাচন দিতে হবে। বিলম্বে হলেও অন্তর্বর্তী সরকারের বোধোদয় হয়েছে। এ কারণে গতকাল নির্বাচন কমিশনার অক্টোবরের মধ্যে জাতীয় নির্বাচন আয়োজনের প্রস্তুতি নেওয়ার কথা জানিয়েছেন বলে মন্তব্য করেছেন অ্যাডভোকেট মাসুদ আহমেদ তালুকদার।

মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) বেলা ১২টায় সৈয়দপুর বিমানবন্দরে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে এসব কথা বলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা অ্যাডভোকেট মাসুদ আহমেদ তালুকদার।

বিজ্ঞাপন

এ সময় সৈয়দপুর বিমানবন্দরে আন্তর্জাতিক বাণিজ্য ব্যক্তিত্ব ও সৈয়দপুরের কৃতি সন্তান শেখ সাদ কমপ্লেক্স ও রয়েল ইফা গ্রুপের পক্ষ থেকে তাকে সম্মাননা প্রদান করা হয়।

অ্যাডভোকেট মাসুদ আহমেদ তালুকদার বলেন, ‘স্থানীয় সরকার মূলত জাতীয় সরকারের সহযোগী। তাই নির্বাচিত জাতীয় সরকারের অধীনেই স্থানীয় সরকার নির্বাচন হওয়া উচিত। যারা জাতীয় নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচন চাচ্ছেন, তারা বিষয়টি না বুঝেই বলছেন। দেশকে সঠিক পথে পরিচালনা করতে হলে এ ধরনের হঠকারী সিদ্ধান্ত থেকে সরে আসতে হবে।’

বিএনপির ভবিষ্যৎ পরিকল্পনা প্রসঙ্গে তিনি বলেন, ‘বিএনপি দেশের বৃহত্তম রাজনৈতিক দল। সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন হলে জনগণ অবশ্যই বিএনপির প্রতি আস্থা রাখবে ও সরকার গঠনে সহযোগিতা করবে। আমরা যদি ঐক্যবদ্ধ থাকি, তাহলে যে কোনো সমস্যা মোকাবিলা করে একটি সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তুলতে পারব।’

বিজ্ঞাপন

এ সময় উপস্থিত ছিলেন শেখ সাদ গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক শেখ আলিম মিন্টু, বিএনপির রংপুর বিভাগীয় সাংগঠনিক সম্পাদক আব্দুল খালেক, ঢাকা হাইকোর্টের আইনজীবী অ্যাডভোকেট হারুন অর রশিদ ও অ্যাডভোকেট আবুল কালাম খান।

পরে অতিথিরা সৈয়দপুর শহরের বিসিক শিল্পনগরী সংলগ্ন শেখ সাদ কমপ্লেক্স পরিদর্শন করেন। সেখানে তাদের লাল গালিচা সংবর্ধনা ও আপ্যায়ন করা হয়। পরিদর্শন শেষে বিএনপি নেতৃবৃন্দ দিনাজপুরের উদ্দেশ্যে সড়কপথে রওনা দেন।

সারাবাংলা/এমপি

বিএনপি মাসুদ আহমেদ তালুকদার

বিজ্ঞাপন

জনগণের সঙ্গে থেকে কাজ করতে চাই: নাহিদ
২৫ ফেব্রুয়ারি ২০২৫ ১৫:৫৬

পর্যটকদের যেতে বাধা নেই সাজেকে
২৫ ফেব্রুয়ারি ২০২৫ ১৫:৪২

৩০০ বলের ১৮১টি ডট, ব্যাখা দিলেন শান্ত
২৫ ফেব্রুয়ারি ২০২৫ ১৫:৩৬

আরো

সম্পর্কিত খবর