Wednesday 26 Feb 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

জামালপুরে ৪ ইউপি চেয়ারম্যান গ্রেফতার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২৬ ফেব্রুয়ারি ২০২৫ ১৬:৫৯ | আপডেট: ২৬ ফেব্রুয়ারি ২০২৫ ১৭:৩৭

জামালপুর: জামালপুরের মেলান্দহ উপজেলায় মাসিক আইনশৃঙ্খলা ও সমন্বয় কমিটির সভা থেকে চারজন ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যানকে গ্রেফতার করেছে পুলিশ।

বুধবার (২৬ ফেব্রুয়ারি) দুপুরে তাদের আটক করা হয়। জুলাই-আগস্টে ছাত্রদের ওপর হামলার ঘটনায় তারা জড়িত থাকার অভিযোগ রয়েছে।

গ্রেফতাররা হলেন— উপজেলার চরবানী পাকুরিয়া ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান ও মেলান্দহ উপজেলা আওয়ামী লীগের সদস্য শাহাদাৎ হোসেন ভুট্টো, ফুলকোচা ইউপি চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মামুনুর রশিদ মামুন, ঘোষেরপাড়া ইউপি চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সদস্য সাইদুল ইসলাম লিটু ও শ্যামপুর ইউপি চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সদস্য এসএম সায়েদুর রহমান।

মেলান্দহ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এসএম জাহাঙ্গীর জানান, উপজেলার মাসিক আইনশৃঙ্খলা ও সমন্বয় কমিটির সভা ছিল। এ সভায় ইউপি চেয়ারম্যানরাসহ বিভিন্ন দফতরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। সভা শেষে উপজেলা পরিষদ চত্বর থেকে চার চেয়ারম্যানকে গ্রেফতার করে পুলিশ।

মেলান্দহ থানার অফিসার ইনচার্জ (ওসি) শফিকুল ইসলাম জানান, দুপুরে উপজেলা পরিষদ থেকে চার ইউপি চেয়ারম্যান গ্রেফতার করা হয়েছে।

সারাবাংলা/এসআর

৪ ইউপি চেয়ারম্যান গ্রেফতার জামালপুর সারাবাংলা

বিজ্ঞাপন

বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে শঙ্কা
২৬ ফেব্রুয়ারি ২০২৫ ২০:০৩

আরো

সম্পর্কিত খবর