নির্ধারিত সময়ে হয়নি ফসল রক্ষা বাঁধ, প্রতিবাদে মানববন্ধন
২৬ ফেব্রুয়ারি ২০২৫ ১৮:১২
সুনামগঞ্জ: অনিয়ম অব্যবস্থাপনার কারণে নির্ধারিত সময়ে ফসল রক্ষা বাঁধের কাজ শেষ না হওয়ার প্রতিবাদে সুনামগঞ্জে মানববন্ধন করেছে ‘হাওর বাঁচাও আন্দোলন কেন্দ্রীয় কমিটি’।
বুধবার (২৬ ফেব্রুয়ারি) দুপুরে পৌর শহরের আলফাত স্কয়ার পয়েন্টে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। যেখানে চলামান ফসল রক্ষা বাঁধের কাজের অনিয়ম ব্যবস্থাপনার চিত্র তুলে ধরেন বক্তারা।
তারা বলেন, ‘২৮ ফেব্রুয়ারির মধ্যে বাঁধের কাজ শেষ করার কথা থাকলেও এখনো ৬০ শতাংশ কাজ শেষ হয়নি। বাঁধের কাজ অসম্পূর্ণ রেখে প্রতিদিন খাতা-কলমে অগ্রগতি প্রতিবেদন তৈরি করা হচ্ছে।
নির্ধারিত সময়ে বাঁধের কাজ শেষ না হওয়ায় পাহাড়ি ঢল ও আগাম বন্যায় ফসল তলিয়ে যাওয়ার আশঙ্কা করছেন সংগঠনটির নেতারা। সংশ্লিষ্টদের গাফিলতির কারণে ফসল ডুবির ঘটনা ঘটলে সংশ্লিষ্টদের আইনের আওতায় আনার হুঁশিয়ারি দেন সংগঠনের নেতার।
এতে বিভিন্ন উপজেলার কৃষক ও পরিবেশকর্মীরা উপস্থিত ছিলেন। এই সময় বক্তব্য দেন হাওর বাঁচাও আন্দোলন কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা আসাদুল্লাহ সরকার, সাধারণ সম্পাদক বিজন সেন রায়, সুনামগঞ্জ জেলা কমিটির সভাপতি ইয়াকুব বখত বাহলুল ও সাংগঠনিক সম্পাদক দুলাল প্রমুখ।
সারাবাংলা/এইচআই