নতুন ছাত্রসংগঠন ঘোষণা, হাতাহাতিতে আহত কয়েক শিক্ষার্থী
২৬ ফেব্রুয়ারি ২০২৫ ১৯:৪০ | আপডেট: ২৬ ফেব্রুয়ারি ২০২৫ ২১:৫৪
ঢাকা: বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন থেকে বেরিয়ে তৈরি করা নতুন ছাত্রসংগঠন ‘গণতান্ত্রিক ছাত্র সংসদ’ এর আত্মপ্রকাশকে ঘিরে হট্টগোল ও হাতাহাতির ঘটনা ঘটেছে। এতে সংবাদ সম্মেলনের শুরু থেকে শেষ করা পর্যন্ত থেকেই দফায় দফায় সংঘর্ষে লিপ্ত হন নেতাকর্মীরা। এতে তিনজন শিক্ষার্থী কিছুটা আহত হয়েছেন।
আহতরা হলেন- আকিবুল হোসেন (ঢাবি, কবি জসীমউদ্দিন হল, ১৮-১৯ সেশন), রিয়াজ উদ্দিন (ঢাবি, সূর্যসেন হল, ইসলামিক ইতিহাস বিভাগ) ও সুহাস আলী মিশু (একটি প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী)।
বুধবার (২৬ ফেব্রুয়ারি) বিকেল সাড়ে ৪টার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিন থেকে ঘটনার সূত্রপাত হয়। পরে কলাভবনের সামনে, মলচত্বর এলাকা ও কেন্দ্রীয় পাঠাগারের সামনে কয়েক দফা হাতাহাতি হয়।
সরজমিনে দেখা যায়, বিকেল ৩টায় সংবাদ সম্মেলনের ডাক দেওয়া হলেও পৌনে ৪টার দিকে একদল প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সেখানে উপস্থিত হয়ে বৈষম্যের শিকার হওয়ার অভিযোগ তুলে স্লোগান দিতে থাকে। এছাড়া, আরেক দল শিক্ষার্থীকে আন্দোলনের অন্যতম নেতা রিফাত রশিদকে নতুন সংগঠনের কোনো পদ না দেওয়ায় তারা বিক্ষোভ শুরু করেন।
এ সময় প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থী বলেন, ‘বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে আমরা একসঙ্গে লড়াই করেছি। এ দেশের জন্য আমরা কী করেছি সেটা মানুষ জানে। কিন্তু তারা আমাদের বাদ দিয়ে ঢাবিকেন্দ্রিক একটা কমিটি দিয়েছে। যা আমরা কখনো মানবো না।’
পরে সাড়ে ৪টার দিকে ডাকসু ভবন থেকে মিছিলসহ মধুর ক্যান্টিনে প্রবেশ করে নতুন সংগঠনের নাম ঘোষণাকারী সমন্বয়করা। এ সময় মধুর ক্যান্টিনের বাইরে স্লোগান দিচ্ছিলেন প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। কিছুক্ষণ পর তারা চলে গেলেও, সংগঠনের নাম ঘোষণা শুরু হলে তারা আবার ফিরে আসেন এবং দুই পক্ষের মধ্যে উত্তেজনা বাড়ে।
প্রথমে প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের কয়েকজন নারী শিক্ষার্থী কিল-ঘুষির চেষ্টা করেন, এরপর হাতাহাতি শুরু হয়। এক পর্যায়ে সমন্বয়করা মধুর ক্যান্টিনের ভেতরে প্রবেশ করলেও, তাদের পিছু নিয়ে সেখানে প্রবেশ করেন প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।
এরপর সংগঠন ঘোষণা ও হাতাহাতি ঘটে। হাতাহাতির মধ্যেই আবু বাকের মজুমদার নতুন সংগঠনের নাম ও কমিটির সদস্যদের ঘোষণা করেন। এরপর তারা মিছিল নিয়ে মধুর ক্যান্টিন থেকে বের হওয়ার পর থেকে দফায় দফায় হাতাহাতির ঘটনা ঘটে।
এ বিষয়ে গণতান্ত্রিক ছাত্র সংসদ ঢাবি শাখার মূখ্য সংগঠক হাসিবুল ইসলাম বলেন, ‘আমরা ছাত্রসংগঠন আত্মপ্রকাশের মধ্য দিয়ে শিক্ষার্থীদের মধ্যে একটা ইতিবাচক প্রতিযোগিতা লক্ষ্য করেছি। আমরা এ বিষয়টিকে ইতিবাচকভাবে নিচ্ছি। এরকম ইতিবাচক দৃষ্টিভঙ্গি বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাবে।’
সারাবাংলা/এআইএন/এসডব্লিউ
গণতান্ত্রিক ছাত্র সংসদ ঢাবি নতুন ছাত্রসংগঠনের আত্মপ্রকাশ হাতাহাতি