Wednesday 26 Feb 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্থ পরিবারের মাঝে ২৬ লাখ টাকার আর্থিক সহায়তা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২৬ ফেব্রুয়ারি ২০২৫ ২২:৫১

আর্থিক সহায়তার চেক তুলে দেন জেলা প্রশাসক শরীফা হক

টাঙ্গাইল: জেলায় সড়ক দুর্ঘটনায় নিহত ও ক্ষতিগ্রস্থ আহত পরিবারের মাঝে মোট ২৬ লাখ টাকার আর্থিক সহায়তা প্রদানের চেক বিতরণ করা হয়েছে।

বুধবার (২৬ ফেব্রুয়ারি) দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে বাংলাদেশ সড়ক পরিবহণ কর্তৃপক্ষ (বিআরটিএ) এর আয়োজনে এই আর্থিক সহায়তার এ চেক প্রদান অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে আর্থিক সহায়তার চেক তুলে দেন জেলা প্রশাসক শরীফা হক।

বিজ্ঞাপন

টাঙ্গাইল সার্কেল বিআরটিএ এর সহকারী পরিচালক শেখ মাহতাব উদ্দিন আহমেদ জানান, গত বছরের জানুয়ারি থেকে মার্চ মাস পর্যন্ত পাঁচটি সড়ক দুর্ঘটনায় পাঁচজন নিহত ও একজন আহতের পরিবারকে ২৬ লাখ টাকার চেক হস্তান্তর করা হয়। এর মধ্যে নিহতদের প্রতিটি পরিবারকে পাঁচ লাখ টাকা এবং আহতের পরিবারকে এক লাখ টাকা আর্থিক সহায়তা দেওয়া হয়।

এ সময় আরও উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. মাহবুব হাসান, টাঙ্গাইল সার্কেল বিআরটিএ এর সহকারী পরিচালক শেখ মাহতাব উদ্দিন আহমেদ, মোটরযান পরিদর্শক এনামুল হক ইমন, উচ্চমান সহকারী মো. কামরুল হোসেনসহ বিআরটিএ এর অন্যান্য কর্মকর্তারা।

সারাবাংলা/এইচআই

টাঙ্গাইল সড়ক দুর্ঘটনা

বিজ্ঞাপন

শেষ বেলায়ও জমেনি মেলা
২৬ ফেব্রুয়ারি ২০২৫ ২৩:৫৩

আরো

সম্পর্কিত খবর