Thursday 27 Feb 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ঘুষ নেওয়ার অভিযোগে ২ কারারক্ষী বরখাস্ত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২৭ ফেব্রুয়ারি ২০২৫ ১৭:৪৩ | আপডেট: ২৭ ফেব্রুয়ারি ২০২৫ ১৭:৪৭

ঠাকুরগাঁও জেলা কারাগার

ঠাকুরগাঁও: ঠাকুরগাঁও জেলা কারাগারে বন্দিদের স্বজনদের সঙ্গে সাক্ষাৎ করাতে ঘুষ নেওয়ার অভিযোগে সহকারী প্রধান কারারক্ষী আমিনুল ও কারারক্ষী রহিমকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

বুধবার (২৭ ফেব্রুয়ারি) সকালে সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ভিডিও ছড়িয়ে পড়ে। যেখানে দেখা যায়, কারারক্ষী রহিম প্রথমে এক বন্দির স্বজনের সঙ্গে কথা বলেন এবং তাকে বন্দির সঙ্গে দেখা করানোর আশ্বাস দেন। এরপর সহকারী প্রধান কারারক্ষী আমিনুল এসে রহিমের সঙ্গে কথা বলেন এবং সাক্ষাতের জন্য ৪০০ টাকা নেন। এই ঘটনাটি প্রকাশ্যে আসার পর ব্যাপক প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে।

বিজ্ঞাপন

ভিডিওটি ভাইরাল হওয়ার পর ঠাকুরগাঁও জেলা কারাগারের পক্ষ থেকে অভিযুক্ত দুই কারারক্ষী আমিনুল ও রহিমকে দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হয়েছে। জেলা প্রশাসনের পক্ষ থেকে বিষয়টি তদন্ত করে দোষীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেওয়া হয়েছে।

ঠাকুরগাঁও জেলা প্রশাসক ইসরাত ফারজানা বলেন, ‘ভিডিওর বিষয়টি আমাদের নজরে এসেছে। আমরা সঙ্গে সঙ্গে ব্যবস্থা নিয়েছি এবং বিষয়টি আরও গভীরভাবে তদন্ত করে দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’

সারাবাংলা/এইচআই

কারারক্ষী বরখাস্ত ঠাকুরগাঁও ঠাকুরগাঁও জেলা কারাগারে

বিজ্ঞাপন

বৈদেশিক ঋণ পরিশোধের চাপ বেড়েছে: ইআরডি
২৭ ফেব্রুয়ারি ২০২৫ ২০:০৬

চবির পঞ্চম সমাবর্তন ১৪ মে
২৭ ফেব্রুয়ারি ২০২৫ ১৯:৪৮

আরো

সম্পর্কিত খবর