Friday 28 Feb 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

চীনের ওপর ট্রাম্পের ১০% অতিরিক্ত শুল্ক ঘোষণা 

আন্তর্জাতিক ডেস্ক
২৮ ফেব্রুয়ারি ২০২৫ ০৯:৪৪ | আপডেট: ২৮ ফেব্রুয়ারি ২০২৫ ১৪:৩০

ছবি: সংগৃহীত

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) চীনা পণ্যের ওপর নতুন করে ১০% শুল্ক ঘোষণা করেছেন। এটি তার বর্ধিত বাণিজ্য যুদ্ধের সর্বশেষ পদক্ষেপ।

চীনা আমদানির ওপর এর আগেই কমপক্ষে ১০ শতাংশ শুল্ক কার্যকর রয়েছে, যা এই মাসের শুরুতে ট্রাম্পের এক নির্বাহী আদেশের মাধ্যমে চালু হয়।

এছাড়াও, ট্রাম্প বলেছেন যে তিনি আগামী ৪ মার্চ থেকে কানাডা ও মেক্সিকো থেকে আমদানিকৃত পণ্যের ওপর ২৫ শতাংশ শুল্ক আরোপের পরিকল্পনা করছেন। এই সিদ্ধান্ত কার্যকর হলে উত্তর আমেরিকার বাণিজ্যিক সম্পর্কের ওপর ব্যাপক প্রভাব পড়তে পারে।

ট্রাম্প দাবি করেছেন, যুক্তরাষ্ট্রে প্রবেশ করা মাদকের একটি বড় অংশ চীনে উৎপাদিত। এই দাবির প্রতিক্রিয়ায় যুক্তরাষ্ট্রে নিযুক্ত চীনা দূতাবাসের মুখপাত্র লিউ পেংইউ বলেছেন, তার দেশ এরই মধ্যে যুক্তরাষ্ট্রের সঙ্গে মাদক নিয়ন্ত্রণ নিয়ে কাজ করছে এবং তথ্য আদান-প্রদান, মামলা পরিচালনা এবং অনলাইন বিজ্ঞাপন নিয়ন্ত্রণে দৃশ্যমান অগ্রগতি হয়েছে।

কানাডা, মেক্সিকো ও চীন এই তিন দেশ যুক্তরাষ্ট্রের শীর্ষ বাণিজ্য অংশীদার। ২০২৪ সালে যুক্তরাষ্ট্রের মোট আমদানির ৪০ শতাংশের বেশি এসেছে এই দেশগুলো থেকে।

ট্রাম্পের চীনের বিরুদ্ধে শুল্ক আরোপের ঘোষণা তুলনামূলকভাবে নতুন হলেও, তার নির্বাচনি প্রচারে তিনি ৬০ শতাংশ পর্যন্ত শুল্ক আরোপের পক্ষে মত দিয়েছিলেন।

চীন এরই মধ্যে প্রথম ধাপের শুল্কের জবাবে মার্কিন কয়লা ও কৃষি যন্ত্রপাতির ওপর পাল্টা শুল্ক আরোপ করেছে। বিশ্লেষকরা মনে করছেন, ট্রাম্পের নতুন পদক্ষেপ বাণিজ্য উত্তেজনা আরও বাড়াবে এবং বিশ্ব অর্থনীতিতে অস্থিরতা সৃষ্টি করতে পারে।

বিজ্ঞাপন

সারাবাংলা/এনজে

চীন ট্রাম্প যুক্তরাষ্ট্র শুল্ক

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর