পাকিস্তানে মসজিদে বোমা হামলা, নিহত ৪
২৮ ফেব্রুয়ারি ২০২৫ ১৭:৫০ | আপডেট: ২৮ ফেব্রুয়ারি ২০২৫ ২০:৩৭
পাকিস্তানের একটি মসজিদে ভয়াবহ বোমা হামলার ঘটনা ঘটেছে। এতে এখন পর্যন্ত চারজন নিহত ও ১২ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে। খাইবার পাখতুনখাওয়ার ইন্সপেক্টর জেনারেল পুলিশ (আইজিপি) জুলফিকার হামিদ সংবাদমাধ্যম জিও টিভির হতাহতের বিষয়টি নিশ্চিত করেছে।
শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) পাকিস্তানের খাইবার পাখতুনখাওয়া প্রদেশের নওশেরার দারুল উলুম হাক্কানিয়া মসজিদে জুমার নামাজের সময় ভয়াবহ এ হামলার ঘটনা ঘটে।
জানা গেছে, মসজিদের প্রথম সারিতে আত্মঘাতী বোমার বিস্ফোরণ হয়। যেহেতু জুমার নামাজের দিন, তাই নামাজে অংশ নিতে অনেক মানুষ উপস্থিত ছিলেন। এ কারণে সেখানে বহু হতাহতের আশঙ্কা করা হচ্ছে।
সংবাদমাধ্যম এক্সপ্রেস ট্রিবিউনের প্রতিবেদনে জানা গেছে বোমা হামলায় জমিয়ত উলেমা-ই-ইসলামের (জেইউএস-ই) প্রধান নেতা মাওলানা হামিদুল হক হাক্কানি গুরুতর আহত হয়েছেন। তিনি দলটির সাবেক নেতা মাওলানা সামিউল হক হাক্কানির ছেলে। সামিউল হকও আততায়ীদের হামলায় নিহত হয়েছিলেন।
পুলিশের এক কর্মকর্তা জানিয়েছেন, প্রাথমিক তদন্তে তারা বুঝতে পেরেছেন, এ হামলার প্রধান লক্ষ্য ছিলেন মাওলানা হামিদুল হক। তিনি ২০০২ থেকে ২০০৭ সাল পর্যন্ত জাতীয় পরিষদের সদস্যও ছিলেন। যখন তার বাবা হত্যাকাণ্ডের শিকার হন তখন তিনি দলীয় প্রধানের দায়িত্ব নেন।
এক্সপ্রেস ট্রিবিউন আরও জানিয়েছে, যখন জুমার নামাজ চলছিল তখন সাইড গেইট দিয়ে হামলাকারী মসজিদে প্রবেশ করে এবং বোমার বিস্ফোরণ ঘটায়।
বোমা হামলার পর সেখানে স্বাস্থ্য জরুরি অবস্থা জারি করা হয়েছে। আহতরা যেন পর্যাপ্ত চিকিৎসা পান সেটি নিশ্চিতে সেখানকার সব হাসপাতালকে প্রস্তুত থাকার নির্দেশ দেওয়া হয়েছে।
সারাবাংলা/এমপি