দুর্নীতিমুক্ত দেশ গড়ে তুলবে নতুন দল— প্রত্যাশা জনগণের
২৮ ফেব্রুয়ারি ২০২৫ ১৮:০১
ঢাকা: জাতীয় নাগরিক কমিটি ও বৈষম্যবিরোধী ছাত্র-আন্দোলনের নতুন রাজনৈতিক দলের আত্মপ্রকাশ অনুষ্ঠান শুরু হয়েছে। অনুষ্ঠানে যোগ দিয়েছেন দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা মানুষ। নতুন এ দলের কাছে তাদের প্রত্যাশা অনেক।
শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) বিকেল সাড়ে ৪টার দিকে মানিক মিয়া এভিনিউয়ে আনুষ্ঠানটি শুরু হয়।
সাজিদ আহম্মেদ নামক একজন শিক্ষার্থী বলেন, ‘আমরা লড়াই করে স্বৈরাচার মুক্ত দেশ গড়েছি। এখন দুর্নীতিমুক্ত দেশ গড়তে হবে- এই নীতিতে নতুন দল কাজ করবে বলে আশা করি।’
সালমা সাথী এসেছেন কুমিল্লা থেকে নতুন এই দলের সমর্থন দিতে। তিনি সারাবাংলাকে বলেন, ‘এখন থেকে স্বাধীন দেশে স্বাধীনভাবে চলব। নারী বলে নির্যাতিত হতে চাই না। তাই এই দলকে সমর্থন দিচ্ছি। গত ১৬ বছরে হাসিনার আমলের সব নির্যাতন সরিয়ে দিয়ে সচ্ছ রাজনীতি নিয়ে স্বাধীনভাবে চলতে পারব, এটাই প্রত্যাশা।
তাদের মতো আরও অনেকেই নতুন দলের কাছে তাদের প্রত্যাশা ব্যক্ত করেছেন। সবাই চায় দুর্নীতিমুক্ত, নিরাপদ ও বাসযোগ্য এক বাংলাদেশ।
সারাবাংলা/এফএন/এইচআই
জাতীয় নাগরিক কমিটি জাতীয় নাগরিক পার্টি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন