বাগেরহাটে আসসুন্নাহ ফাউন্ডেশনের ইফতার উপহার
২৮ ফেব্রুয়ারি ২০২৫ ২০:৫৮ | আপডেট: ২৮ ফেব্রুয়ারি ২০২৫ ২১:১৪
বাগেরহাট: পবিত্র মাহে রমজান উপলক্ষ্যে বাগেরহাটে দরিদ্র পরিবারের মাঝে ইফতার সামগ্রী উপহার দিয়েছে আসসুন্নাহ ফাউন্ডেশন। শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) সকালে শহরের বাগেরহাট বহুমুখী কলেজিয়েট স্কুল মাঠে দুস্থ ও অসহায় পরিবারের মাঝে এই ইফতার সামগ্রী দেওয়া হয়।
উপহার সামগ্রী প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাগেরহাট সদর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মাহামুদুল হাসান। বিশেষ অতিথি ছিলেন আস সুন্নাহ ফাউন্ডেশনের খুলনা বিভাগীয় প্রতিনিধি মাসুম বিল্লাহ শাওন। এছাড়াও স্থানীয় প্রতিনিধি আবু তালহা, ফরিদ হাসান, ইমরান হোসেন মুন্না, তাওহীদুল ইসলাম উপস্থিত ছিলেন।
এ সময় বাগেরহাটের ৮০ দরিদ্র পরিবারের মাঝে মাঝে ইফতার সামগ্রী ছোলা, চিড়া, খেজুর, মুড়ি,চিনি, তেল ও ডাল উপহার হিসেবে তুলে দেওয়া হয়। ভবিষ্যতে আরও বেশি উপহার পৌঁছে দেওয়ার প্রত্যাশা করেন আসসুন্নাহ ফাউন্ডেশন।
সারাবাংলা/এসআর