সড়কে গাছ ফেলে গাড়িতে ডাকাতি
১ মার্চ ২০২৫ ১৩:০৩ | আপডেট: ১ মার্চ ২০২৫ ১৭:৫১
পাবনা: পাবনা-সাঁথিয়া মহাসড়কের মধ্যরাতে গাছ ফেলে গাড়িতে ডাকাতির ঘটনা ঘটেছে। শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) মধ্যরাতে সাঁথিয়া পৌর এলাকার ছেচানিয়া ব্রিজের পাশে এ ঘটনা ঘটে।
স্থানীয় ও পুলিশ জানান, মধ্যরাতের দিকে সড়কে গাছের গুঁড়ি ফেলে প্রথমে একটি পণ্যবাহী ট্রাক আটকে রাখে ডাকাতরা। এতে কিছু সময়ের মধ্যেই বাস, ট্রাক, প্রাইভেটকার ও মাইক্রোসহ প্রায় অনেকগুলো গাড়ি আটকে পড়ে। এ সময় ৪০ থেকে ৫৪ জন দুর্বৃত্ত দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে গাড়িগুলোতে ডাকাতি চালায়। গাড়ির গেট খুলতে দেরি করায় কিছু গাড়ি ভাঙচুরও করে। এ সময় পরিবহণ শ্রমিক ও যাত্রীদের মারধর করে তাদের সঙ্গে থাকা মোবাইল, টাকা ও অন্যান্য মূল্যবান সামগ্রী লুট করে নিয়ে যায়। প্রায় ঘণ্টাব্যাপী চলে এ ঘটনা।
সাঁথিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইদুর রহমান বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘কতগুলো গাড়িতে ডাকাতি হয়েছে এখনো কোনো সঠিক তথ্য আমাদের কাছে নেই।’
সারাবাংলা/এমপি