Sunday 02 Mar 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘প্রবীণদের দক্ষতা ও অভিজ্ঞতাকে কাজে লাগানো হচ্ছে না’

স্টাফ করেসপন্ডেন্ট
১ মার্চ ২০২৫ ২৩:১৮

বাংলাদেশ প্রবীণ হিতৈষী সংঘ ও জরা বিজ্ঞান প্রতিষ্ঠানের কার্যনির্বাহী কমিটির ত্রিবার্ষিক নির্বাচন (২০২৫-২০২৭) এর নবনির্বাচিতদের শপথ গ্রহণ অনুষ্ঠানে উপদেষ্টা শারমীন এস মুরশিদ

ঢাকা: সমাজকল্যাণ এবং মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা শারমীন এস মুরশিদ বলেছেন, প্রবীণ জনগোষ্ঠীর সংখ্যাও ক্রমাগত বাড়ছে। দেশে বহু দক্ষ, অভিজ্ঞ ও মেধাবী প্রবীণ রয়েছেন, কিন্তু তাদের দক্ষতা, অভিজ্ঞতাকে কোথাও কাজে লাগানো হচ্ছে না। বিশাল এ প্রবীণ জনগোষ্ঠীর উন্নয়নে সেবামূলক কাজ করতে হবে।

শনিবার (১ মার্চ) বিকেলে আগারগাঁও প্রবীণ হিতৈষী ভবনে বাংলাদেশ প্রবীণ হিতৈষী সংঘ ও জরা বিজ্ঞান প্রতিষ্ঠানের কার্যনির্বাহী কমিটির ত্রিবার্ষিক নির্বাচন (২০২৫-২০২৭) এর নবনির্বাচিতদের শপথ গ্রহণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন।

বিজ্ঞাপন

নবনির্বাচিত কার্যনির্বাহী কমিটির শপথ গ্রহণ অনুষ্ঠানে নবনির্বাচিত সভাপতি বীর মুক্তিযোদ্ধা মো. শামসুল হকের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে সমাজসেবা অধিদফতরের পরিচালক এবং বাইগাম এর প্রশাসক মো. মোশাররফ হোসেন, বাংলাদেশ প্রবীণ হিতৈষী সংঘ ও জরা বিজ্ঞান প্রতিষ্ঠানের মহাসচিব বীর মুক্তিযোদ্ধা মো. ইন্তেজার রহমান, এ সঙ্ঘের পরিচালক (প্রশাসন) কর্নেল লোকমান আলী এবং বাইগামের জীবন সদস্যরা বক্তব্য দেন।

উপদেষ্টা বলেন, ‘৭১ সালে ঐক্যবদ্ধ প্রচেষ্টায় আমরা যখন দেশ স্বাধীন করেছি, আমাদের প্রচেষ্টা অব্যাহত থাকলে প্রবীণ হিতৈষীদের উন্নয়ন সম্ভব হবে।’

তিনি বলেন, ‘আমাদের সন্তানরা যখন বড় হয়ে যায়, অধিকাংশ পরিবারে প্রবীণদের অবহেলা, অসম্মান বা অনেক ক্ষেত্রে নির্যাতনও করে। মানুষের সহজাত প্রবৃত্তি হচ্ছে পরিবার পরিজন নিয়ে শান্তিময় সুন্দর সম্মানজনক অবস্থায় দিন কাটানো। এ রকম পরিবেশ বা সম্মানজনক অবস্থা যখন পান না, তখন প্রবীণ বয়সে তারা বিভিন্ন ধরনের মানসিক সমস্যায় ভুগতে থাকেন।‘

বিজ্ঞাপন

তিনি আরও বলেন, ‘এ জন্য দক্ষ, অভিজ্ঞ ও মেধাবী প্রবীণদের সমন্বয়ে একটি কমিউনিটি দাঁড় করাতে হবে, যাতে প্রবীণদের সেবামূলক কাজ করতে পারেন।‘

উপদেষ্টা বলেন, ‘দীর্ঘ দুটি বছর এই প্রতিষ্ঠানের নির্বাচিত কমিটি ছিল না। সমাজকল্যাণ মন্ত্রণালয়ের উদ্যোগে সমাজসেবা অধিদফতর থেকে প্রশাসক নিয়োগের মাধ্যমে প্রতিষ্ঠানটি নির্বাচনের মাধ্যমে একটি স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে আনা হয়েছে। প্রয়োজনীয় অর্থের অভাবে সঙ্ঘের হাসপাতাল ও নিবাসটি পরিচালনায় ক্ষেত্রে আর্থিক দুর্বলতা রয়েছে যা থেকে মন্ত্রণালয়ের সহযোগিতায় উত্তোরণ করা সম্ভব।’ এ অবস্থা থেকে উত্তরণের জন্য সমাজকল্যাণ মন্ত্রণালয় এবং স্বাস্থ্য মন্ত্রণালয়ের সাহায্য সহযোগিতার আশ্বাস দেন তিনি ।

ঐকান্তিক প্রচেষ্টা অব্যাহত থাকলে শুধু কেন্দ্রের কার্যক্রম নয় সারাদেশে এই সংঘের যে ৯২টি শাখা রয়েছে তার স্বাভাবিক কার্যক্রমও চিকিৎসা সেবা ফিরিয়ে আনা সম্ভব হবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।

উপদেষ্টা নবনির্বাচিত কার্যনির্বাহী কমিটির ১৯ জন সদস্যদের শপথ বাক্য পাঠ করান।

সারাবাংলা/এফএন/এইচআই

উপদেষ্টা শারমীন এস মুরশিদ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর