নাটোরে যুবলীগ নেতা কালিয়া গ্রেফতার
ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২ মার্চ ২০২৫ ১২:৪৩ | আপডেট: ২ মার্চ ২০২৫ ১৫:৪৩
২ মার্চ ২০২৫ ১২:৪৩ | আপডেট: ২ মার্চ ২০২৫ ১৫:৪৩
নাটোর: নাটোরের হরিশপুর ইউনিয়ন যুবলীগের সভাপতি শফিকুল ইসলাম কালিয়াকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার (১ মার্চ) রাতে তাকে হরিশপুর এলাকা থেকে আটক করে পুলিশ।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে হরিশপুর এলাকার পাশের একটি বিলের মধ্যে অভিযান চালায় পুলিশ। এ সময় তাকে গ্রেফতার করা হয়।
নাটোর সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহবুব হোসেন এ বিষয়টি নিশ্চিত করেন।
তিনি জানান, শফিকুল ইসলামের বিরুদ্ধে চারটি হত্যা মামলাসহ চাঁদাবাজি, দখলবাজি মিলিয়ে ১৩টি মামলা রয়েছে।
সারাবাংলা/ইআ