চ্যাম্পিয়নস ট্রফি
নতুন মাইলফলক ছোঁয়ার দ্বারপ্রান্তে কোহলি
২ মার্চ ২০২৫ ১৩:০০
অভিষেকের পর থেকেই এই ফরম্যাটে নিজেকে অন্য উচ্চতায় নিয়ে গেছেন তিনি। ৫০ ওভারের ক্রিকেটে অনেক নতুন ইতিহাস রচনা করা বিরাট কোহলি আজ ছুঁতে যাচ্ছেন আরেকটি মাইলফলক। চ্যাম্পিয়নস ট্রফির গ্রুপ পর্বের শেষ ম্যাচে নিউজিল্যান্ডের বিপক্ষে মাঠে নামলেই নিজের ৩০০তম ওয়ানডে খেলার মাইলফলক ছুঁয়ে ফেলবেন কোহলি।
২০০৮ সালে শ্রীলংকার বিপক্ষে ম্যাচ দিয়ে ওয়ানডেতে যাত্রা শুরু কোহলির। এরপর পেরিয়ে গেছে ১৭ বছর। দীর্ঘ ক্যারিয়ারে এখন পর্যন্ত ২৯৯টি ওয়ানডে খেলেছেন কোহলি। আজ দুবাইতে গ্রুপ পর্বের শেষ ম্যাচে মাঠে নামবে ভারত-নিউজিল্যান্ড। এই ম্যাচের মাধ্যমেই নিজের ওয়ানডে ক্যারিয়ারের ৩০০তম ম্যাচ পূর্ণ করবেন কোহলি।
ভারতের হয়ে এখন পর্যন্ত ৬ জন ছুঁয়েছেন ৩০০ ওয়ানডের মাইলফলক। সবচেয়ে বেশি ৪৬৩টি ম্যাচ খেলে সবার উপরে আছেন শচীন টেন্ডুলকার। ৩৪৭টি ওয়ানডে খেলে তার পরেই আছেন মহেন্দ্র সিং ধোনি, রাহুল দ্রাবিড় খেলেছেন ৩৪০ ম্যাচ। ভারতের হয়ে সবার আগে ৩০০ ওয়ানডে খেলার কীর্তি গড়া মোহাম্মদ আজহারউদ্দিন মাঠে নেমেছেন ৩৩৪ ম্যাচে। সৌরভ গাঙ্গুলি খেলেছেন ৩০৮ ম্যাচ।
ভারতের হয়ে সবশেষ ৩০০ ওয়ানডের মাইলফলক ছুঁয়েছেন যুবরাজ সিং। ২০১৭ সালে ৩০০তম ওয়ানডে খেলা যুবরাজ ক্যারিয়ারে খেলেছেন ৩০১ ম্যাচ। কোহলির পর বর্তমান ভারতীয় দলে সবচেয়ে বেশি ওয়ানডে খেলেছেন রোহিত শর্মা। তবে ২৭০ ওয়ানডে খেলা রোহিত শেষ পর্যন্ত ৩০০ ম্যাচের মাইলফলক ছুঁতে পারবেন কিনা, সেটা এখন বড় প্রশ্ন।
৩০০তম ওয়ানডেতে মাঠে নামার এই মুহূর্তটাকে স্মরণীয় করে রাখতে আজ দুবাইতে উপস্থিত থাকছে কোহলির পরিবার। স্ত্রী আনুশাকা শর্মার সাথে থাকবেন কোহলির ভাই বিকাশ কোহলিও।
আগেই সেমি নিশ্চিত হওয়া ভারত আজকের ম্যাচ জিতলে গ্রুপ চ্যাম্পিয়ন হিসেবেই পরের রাউন্ডে পা রাখবে। আগামী ৪ মার্চ দুবাইতে দক্ষিণ আফ্রিকা কিংবা অস্ট্রেলিয়ার বিপক্ষে মাঠে নামবে ভারত।
সারাবাংলা/এফএম