Tuesday 04 Mar 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

শপথ নিয়েছেন পিএসসির ৭ সদস্য

স্পেশাল করেসপন্ডেন্ট
২ মার্চ ২০২৫ ১৩:২৯ | আপডেট: ২ মার্চ ২০২৫ ১৫:৪৩

বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের নবনিয়োগপ্রাপ্ত সাত সদস্য শপথ নিয়েছেন।

ঢাকা: শপথ নিয়েছেন বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের (পিএসসি) নতুন নিয়োগ পাওয়া সাত সদস্য। তাদেরকে শপথ পাঠ করিয়েছেন প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদ।

রোববার (২ মার্চ) সুপ্রিম কোর্টের জাজেস লাউঞ্জে তাদের শপথ বাক্য পাঠ করানো হয়।

শপথ নেওয়া সদস্যরা হলেন— ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ফেরদৌস আরফিনা ওসমান, পররাষ্ট্র ক্যাডারের অবসরপ্রাপ্ত কর্মকর্তা শাব্বির আহমদ চৌধুরী, অবসরপ্রাপ্ত অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শক মো. মুনির হোসেন, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক শাহনাজ সরকার, বিসিএস স্বাস্থ্য ক্যাডারের কর্মকর্তা অধ্যাপক এ টি এম ফরিদ উদ্দীন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মো. শরীফ হোসেন ও ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আনোয়ারুল ইসলাম।

শপথ অনুষ্ঠানে আপিল বিভাগের বিচারপতিরা সুপ্রিম কোর্ট প্রশাসনের কর্মকর্তারা ও পিএসসির কর্মকর্তারা উপস্থিত ছিলেন। শপথ অনুষ্ঠান পরিচালনা করেন সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল আজিজ আহমেদ ভূঞা।

উল্লেখ্য, গত ১৮ ফেব্রুয়ারি নতুন আরও সাত সদস্য নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি করে জনপ্রশাসন মন্ত্রণালয়।

সারাবাংলা/জেআর/ইআ

পিএসসি শপথ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর