Monday 03 Mar 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

রাজশাহীতে অ্যাম্বুলেন্স-ট্রাকের সংঘর্ষে নিহত ৩

ডিস্ট্রিক্ট করেসপনডেন্ট
৩ মার্চ ২০২৫ ১১:০১ | আপডেট: ৩ মার্চ ২০২৫ ১৩:১৩

অ্যাম্বুলেন্স-ট্রাকের সংঘর্ষে দুমড়ে মুচড়ে যাওয়া অ্যাম্বুলেন্স।

রাজশাহী: রাজশাহীতে ট্রাক ও অ্যাম্বুলেন্সের মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। এছাড়াও গুরুতর আহত হয়েছেন আরও তিনজন। অ্যাম্বুলেন্সটি রোগী নিয়ে রাজশাহীর দিকে আসছিল।

সোমবার (৩ মার্চ) ভোর ৫টার দিকে রাজশাহী-চাঁপাইনবাবগঞ্জ মহাসড়কে গোদাগাড়ী উপজেলার রাজাবাড়িহাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে। ফায়ার সার্ভিসের কর্মীরা এক নারীসহ আরও তিনজনকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে ভর্তি করেছেন।

বিজ্ঞাপন

নিহত তিনজন হলেন- রাজশাহী নগরীর হোসনীগঞ্জ এলাকার জাফর হক (৪৫), গোদাগাড়ী উপজেলার ঠাকুরযৌবন গ্রামের সুন্দরী (৬০) ও একই গ্রামের আদরী (৩৫)। ঘটনাস্থলেই এ তিনজনের মৃত্যু হয়।

গোদাগাড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) রুহুল আমিন জানান, রোগী নিয়ে অ্যাম্বুলেন্সটি গোদাগাড়ী থেকে রাজশাহী যাচ্ছিল। পথে ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে। এতে তিনজন ঘটনাস্থলেই নিহত হন। নিহতদের মরদেহ উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়েছে। স্বজনদেরও খবর দেওয়া হয়েছে। তারা আসার পর মরদেহ হস্তান্তরের ব্যাপারে সিদ্ধান্ত হবে।

সারাবাংলা/এসডব্লিউ

নিহত রাজশাহী সড়ক দুর্ঘটনা

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর