চট্টগ্রাম ব্যুরো: চট্টগ্রাম নগরীতে ছিনতাইকারীর ছুরিকাঘাতে এক ব্যক্তি নিহত হয়েছেন। জনতা ওই ছিনতাইকারীকে ধরে বেধড়ক পিটুনি দিয়েছে।
রোববার (২ মার্চ) দিবাগত রাত ১২টার দিকে নগরীর কোতোয়ালী থানার জেল রোডে আমানত শাহ মাজার এলাকায় এ ঘটনা ঘটেছে।
নিহত ব্যক্তির নাম-পরিচয় পাওয়া যায়নি। বয়স আনুমানিক ৩৫ বছর। ওই ব্যক্তি মাজার এলাকায় ভবঘুরে হিসেবে বসবাস করতেন বলে পুলিশ জানিয়েছে।
এ ঘটনায় গণপিটুনিতে আহত যুবক শাহেদ প্রকাশ তোবেল(৩০) চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে চিকিৎসাধীন আছেন।
নগর পুলিশের উপকমিশনার (দক্ষিণ) শাকিলা সোলতানা সারাবাংলাকে জানান, শাহেদ পেশাদার ছিনতাইকারী। ছিনতাইয়ের উদ্দেশ্যে ধারালো ছুরি নিয়ে জেল রোডে ঘোরাঘুরি করছিল।
মাজার এলাকায় নিয়মিত থাকেন, এমন এক ভবঘুরের সঙ্গে তার বাকবিতণ্ডা হয়। এক পর্যায়ে শাহেদ তার ডান বাহুতে ছুরিকাঘাত করে। এতে তার প্রচুর রক্তক্ষরণ হয়। টহল পুলিশ ঘটনাস্থলে গিয়ে আহত ব্যক্তিকে চমেক হাসপাতালে নিয়ে যায়। সেখানে তাকে মৃত ঘোষণা করা হয়।
পুলিশ কর্মকর্তা শাকিলা আরও জানান, ছুরিকাঘাতের ঘটনা দেখে স্থানীয় জনতা সংঘবদ্ধ হয়ে শাহেদকে ধাওয়া দেয়। তাকে লালদিঘীর মোড়ে মালঞ্চ রেস্তোঁরার সামনে ধরে লোকজন পিটুনি দেয়।
পুলিশ ঘটনাস্থলে গিয়ে আহত শাহেদকে উদ্ধার করে প্রথমে সরকারি জেনারেল হাসপাতালে এবং রাতে সেখান থেকে চমেক হাসপাতালে নিয়ে যায়। তার কাছ থেকে রক্তমাখা ছুরি উদ্ধার করেছে পুলিশ।
এদিকে সিআইডির ফরেনসিক বিভাগের একটি টিম পরিচয় শনাক্তের জন্য নিহত ব্যক্তির আঙ্গুলের ছাপ সংগ্রহ করেছে বলে জানিয়েছেন উপ পুলিশ কমিশনার শাকিলা সোলতানা।
মাজার এলাকায় স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা গেছে, ছিনতাইসহ বিভিন্ন অপরাধের সঙ্গে জড়িত শাহেদ মাদকাসক্ত। নিহত ভবঘুরে ওই ব্যক্তিও মাদকাসক্ত ছিলেন।