Monday 03 Mar 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

খুলনায় অবৈধ ২২ ইটভাটা বন্ধ করে দিল প্রশাসন

ডিস্ট্রিক্ট করসপন্ডেন্ট
৩ মার্চ ২০২৫ ২০:০৪ | আপডেট: ৩ মার্চ ২০২৫ ২০:২২

খুলনায় অবৈধ ইটভাটায় প্রশাসনের অভিযান

খুলনা: খুলনার রূপসায় অবৈধভাবে গড়ে ওঠা ২২টি ইটভাটা বন্ধ করে দিয়েছে প্রশাসন। সোমবার (৩ মার্চ) উপজেলার বিভিন্ন এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

রূপসা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) অপ্রতিম কুমার চক্রবর্ত্তী সারাবাংলাকে বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, হাইকোর্টের নির্দেশনা মোতাবেক অবৈধ ইটভাটা বন্ধে এ অভিযান পরিচালনা করা হয়। এ সময় ২২টি অবৈধ ভাটার চুল্লী বন্ধ করে দেওয়া হয়। জনস্বার্থে এ ধরণের কার্যক্রম চলমান থাকবে।

এ সময় থানা পুলিশ, আনসার, ফায়ার সার্ভিস এবং পল্লীবিদ্যুত সমিতির সদস্যরা উপস্থিত ছিলেন।

সারাবাংলা/এসআর

অবৈধ ইটভাটা বন্ধ খুলনা সারাবাংলা

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর